Loksabha Election 2024: সামনেই ভোট, আমেঠিতে স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন স্মৃতি ইরানি; দেখুন কেন্দ্রীয় মন্ত্রীর জনসংযোগ

আমেঠিতে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে যাতে খুব সহজে জনসংযোগ করা যায়, তার চেষ্টাতেই স্কুটার নিয়ে বেরিয়ে পরেন বিজেপির প্রার্থী। ৪৮-এর স্মৃতি প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলেন।

Smriti Irani (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ এপ্রিল: লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে এবার স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন স্মৃতি ইরানি (Smriti Irani)। শাড়ি পরে, মাথায় হেলমেট দিয়ে স্কুটার চালিয়ে আমেঠিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। আমেঠিতে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে যাতে খুব সহজে জনসংযোগ করা যায়, তার চেষ্টাতেই স্কুটার নিয়ে বেরিয়ে পরেন বিজেপির প্রার্থী। ৪৮-এর স্মৃতি প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলেন। আমেঠিতে বিজেপির যে কর্মীরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন বিজেপির মন্ত্রী।

দেখুন ভিডিয়ো...

 

স্কুটারে প্রচারে বেরনোর আগে স্মৃতি ইরানিকে দেখা যায় অযোধ্যায় যেতে। অযোধ্যায় রামলালার দর্শন করে, তারপর আমেঠিতে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত স্মৃতি ইরানির বিরুদ্ধে এবার আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে হাত শিবিরের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে আমেঠি থেকে এবার প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রা দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছে। যে জল্পনায় শান দিয়ে সম্প্রতি স্মৃতি ইরানি কটাক্ষ করেন, 'জামাইবাবুর নজর রয়েছে যেখানে, সেখানে শালাবাবু কী করবেন?'