Lok Sabha Election 2024: আটোসাটো নিরাপত্তা, রাত পেরোলেই ভোট কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে (দেখুন ভিডিও)

২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসে অনন্তনাগ লোকসভা আসন ভেঙে গড়া হয়েছে অনন্তনাগ-রজৌরি। পুরনো অনন্তনাগ লোকসভা নির্বাচনী ক্ষেত্রে রাজৌরি এবং পুঞ্চের কিছু এলাকা মিলিয়ে দেওয়া হয়েছে, যা আগে ছিল জম্মু লোকসভা কেন্দ্রের মধ্যে।

Anantnag–Rajouri Vote Preparation Photo Credit: Twitter@ANI

আগামীকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এর আগের চারটি দফায় কাশ্মীরে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে সুষ্ঠভাবেই। শ্রীনগর এবং বারামুল্লার পরে, সকলের চোখ এখন তাই অনন্তনাগ-রাজৌরি আসনের দিকে যেখানে আগামীকাল (২৫ মে) ভোটগ্রহণ হতে চলেছে ৷২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসে অনন্তনাগ লোকসভা আসন ভেঙে গড়া হয়েছে অনন্তনাগ-রজৌরি। পুরনো অনন্তনাগ লোকসভা নির্বাচনী ক্ষেত্রে রাজৌরি এবং পুঞ্চের কিছু এলাকা মিলিয়ে দেওয়া হয়েছে, যা আগে ছিল জম্মু লোকসভা কেন্দ্রের মধ্যে। নির্বাচনের দিন ঘোষনার সময় ৭ মে তৃতীয় দফায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রজৌরি লোকসভা আসনে ভোটগ্রহণের কথা ছিল, কিন্তু পরবর্তী সময়ে  সেইদিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের নির্বাচন পাঁচটি পৃথক দিনে হচ্ছে এ বার। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে  নিরাপত্তার জন্য চূড়ান্ত পর্যায়ে  প্রস্তুতি চলছে অঞ্চল জুড়ে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮৯ জন প্রার্থী। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের ৩ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অনন্তনাগ-রাজৌরির ২০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যাও অন্তর্ভুক্ত।এবার অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসন থেকে লড়ছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মূল লড়াই ন্যাশনাল কনফারেন্সের (এনসি) মিয়াঁ আলতাফ ও আপনি পার্টির জাফর ইকবাল মানহাসের সঙ্গে। অনন্তনাগ একটা সময় পিডিপির খাসতালুক বলেই পরিচিত ছিল। সীমানা পুনর্বিন্যাসের ফলে জম্মুর পুঞ্চ ও রাজৌরি জেলার বড় অংশ ঢুকে পড়েছে। নামও বদলে হয়েছে অনন্তনাগ-রাজৌরি। বিজেপি প্রার্থী না দিলেও তলায় তলায় আপনি পার্টির জাফর ইকবাল মানহাসকে সমর্থন করছে। ফলে নতুন চেহারার এই আসনে জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক লড়াইয়ে মেহবুবা।