Leopard Stuck On Tree: ৮ ঘণ্টা আমগাছে চড়ে চিতা, পরোনো ভিডিও শেয়ার করলেন বনকর্তা

পুরোনো ভিডিও ভাইরাল হল ফের। আইএফএস প্রবীণ কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আমগাছে চড়ে আছে চিতা (Leopard Stuck On Tree)।

পুরোনো ভিডিও ভাইরাল হল ফের। আইএফএস  প্রবীণ কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে,  আমগাছে চড়ে আছে চিতা (Leopard Stuck On Tree)। প্রায় আট ঘণ্টা কসরতের পর তাকে গাছ থেকে নামানো গেল। কিন্তু কী করে চিতা ওখানে চড়েছিল, তা এখনও স্পষ্ট। 

 

দেখুন ভিডিও