Kerala: পরিবারের সকলকে খুন করে জেলবন্দি জলি সাজুর জেলেই আত্মহত্যার চেষ্টা

নিজের পরিবারের ৬ জনকে খুন করে জেলবন্দি জলি সাজু। গতকাল জেলেই আত্মহত্যা করার চেষ্টা করে সে বলে জানায় কোঝিকোড়ে পুলিশ। শরীরে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি জলি। কেরালার কোঝিকোড়ে মেডিক্যাল কলেজে (Kozhikode Medical College) চিকিৎসারত ছিল। হাতের কব্জিতে আঘাত থাকায় তার শুশ্রূষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেল/ প্রতীকী ছবি (File Photo)

কোঝিকোড়ে, ২৭ ফেব্রুয়ারি: নিজের পরিবারের ৬ জনকে খুন করে জেলবন্দি জলি সাজু। গতকাল জেলেই আত্মহত্যা করার চেষ্টা করে সে বলে জানায় কোঝিকোড়ে পুলিশ। শরীরে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি জলি। কেরালার কোঝিকোড়ে  মেডিক্যাল কলেজে (Kozhikode Medical College) চিকিৎসারত ছিল। হাতের কব্জিতে আঘাত থাকায় তার শুশ্রূষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় ১৪ বছর আগে জলি তার পরিবারের ৬ জন সদস্যকে খুন করেছিল। কোঝিকোড়ে জেলা আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে এই খুনের পিছনে সে এক ছিল না। ছিল আরও দুই সঙ্গী। এম এস ম্যাথিউ এবং পি প্রাজিকুমার। ২০১৯ -এ খুনের চক্রান্তে এই তিনজনকেই গ্রেফতার করা হয়। সায়ানাইড ব্যবহার করে তিলে তিলে পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তারা। আরও পড়ুন, 'আরেকটা ১৯৮৪ হতে দিতে পারি না,' হিংসার শুনানিতে বলল দিল্লি হাইকোর্ট

মৃত সকলের দেহ ময়নাতদন্ত করার পর খুনের বিষয়টি সামনে এলে পুলিশ এদের গ্রেফতার করে। ঠিক কী কারণে জলি পরিবারের সকলকে একসঙ্গে খুন করেছে, এই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মেয়েটির দেওয়া বয়ান অনুযায়ী, সম্পত্তির লোভে পড়েই এই খুন।