Kerala Floods: মালাপুরাম, ওয়ানড ও কোঝিকোড়ের বন্যায় মৃত ৭৬

প্রবল বৃষ্টিপাত, ধস ও বন্যার কবলে পরে সোমবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৬ জন। মালাপুরাম (Malapuram) ২৩ জন, কোঝিকোড়েতে (Kozhikode) ১৭ জন ও ওয়ানডে (Wayanad) ১২ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

Kerala Floods (Photo Credits: IANS)

কোচি, ১২ আগস্ট: প্রবল বৃষ্টিপাত, ধস ও বন্যার কবলে পরে সোমবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৬ জন। কেরালা রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ বা কেএসডিএমএ (KSDMA) সূত্র অনুসারে, ১১ আগস্ট পর্যন্ত ৫৮ জন নিখোঁজ এবং ৩২ জন বন্যার কারণে আহত হন।  মালাপুরাম (Malapuram) ২৩ জন, কোঝিকোড়েতে (Kozhikode) ১৭ জন ও ওয়ানডে (Wayanad)  ১২ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র অনুসারে, ২.৫৪ লক্ষ বন্যাকবলিত লোকেদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১৬০০ ত্রাণ শিবির গঠন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মালাপুরাম জেলা। ওয়ানডের মেপ্পাদি, মালাপুরামের কাভালাপাড়া প্রবল ক্ষতিগ্রস্ত। বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারই বিজয়ন (Pinarayi Vijayan) টুইটের মাধ্যমে জানান, ২০১৮- র বন্যা কেরালাকে যতটা ক্ষতিগ্রস্ত করেছিল এবার ততটাও নয়। এবার কিছু জেলাতেই এর প্রভাব বেশি পরেছে।

রবিবার ওয়ানডে লোকসভার সদস্য ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) পরিস্থিতি দেখতে যান। দুদিন ধরে কোচি বিমানবন্দর (Kochi Airport) বন্ধ থাকার পর অবশেষে আজ খোলা হয়।



@endif