Kathua Terrorist Attack: কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, পাকিস্তানি অস্ত্র ব্যবহার জঙ্গিদের, সূত্র

Kathua Attack (Photo Credit:ANI)

জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) কাঠুয়ায় (Kathua) সেনা বাহিনীর কনভয়ে হামলার জেরে ৫ জওয়ান শহিদ হন। সোমবার কাঠুয়ায় সেনা, জঙ্গি গুলির লড়াইয়ের জেরে মঙ্গলবারও গোটা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কাঠুয়ায় যে হামলা চলে, সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কাঠুয়ায় জঙ্গিরা যে হামলা চালায় সেখানে আমেরিকায় তৈরি ম-ফোর অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়। সেই সঙ্গে চিনা গুলিও ব্যবহার করে জঙ্গিরা। পাশাপাশি পাকিস্তানে তৈরি অস্ত্র নিয়েই জঙ্গিরা কাঠুয়ায় হামলা চালায় বলে সূত্রের খবর। যে পাকিস্তানি অস্ত্র নিয়ে জঙ্গিরা হামলা চালায়, সে বিষয়ে জোরদার খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গে উধমপুরে যে জাতীয় সড়ক রয়েছে, সেখানে কড়া তল্লাশি শুরু হয়েছে। কোনওভাবে জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা একযোগে টহলদারি শুরু করেছে।

আকাশপথে টহলদারি, দেখুন ভিডিয়ো...