Karnataka: চার বছর বন্ধ দরজা, বদ্ধ বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৫ সদস্যের কঙ্কাল, রোমহর্ষক ঘটনা
২০১৯ সালের মাঝ থেকে চিত্রদুর্গের ওই বাড়ির প্রধান কাঠের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বলে দেখেত পান অনেকে। তা সত্ত্বেও ওই সময় পুলিশকে খবর দেওয়া হয়নি। ওই ঘটনার পর থেকে সংশলিষ্ট বাড়ির বিভিন্ন জায়গা ভাঙা অবস্থায় দেখা যায়।
বেঙ্গালুরু, ২৯ ডিসেম্বর: কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গের (Chitradurga) একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ৫ জনের মৃতেদেহের কঙ্কাল (Skeletal)। একই পরিবারের ৫ জনের মৃতদেহের কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই পরিবারের সদস্যরা মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেন। ফলে অসুস্থতার জেরে ওই পরিবারের সদস্যদের মৃত্যু হতে পারে অুমান আত্মীয়দের একাংশের। প্রসঙ্গত ২০১৯ সালের জুলাই মাসে শেষবারের মত ওই পরিবারের সদস্যদের দেখা মেলে। তারপর থেকে চিত্রদুর্গের ওই বাড়ি বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে খবর। তবে ২০১৯ সালের জুলাই মাসের পর থেকে ওই পরিবারের খোঁজ কেউ করেননি কেন, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে।
২০১৯ সালের মাঝ থেকে চিত্রদুর্গের ওই বাড়ির প্রধান কাঠের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বলে দেখেত পান অনেকে। তা সত্ত্বেও ওই সময় পুলিশকে খবর দেওয়া হয়নি। ওই ঘটনার পর থেকে সংশলিষ্ট বাড়ির বিভিন্ন জায়গা ভাঙা অবস্থায় দেখা যায়।
সম্প্রতি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে ৪ জনের কঙ্কা উদ্ধার করে। অন্য কঙ্কালটি পাশের ঘর থেকে উদ্ধার করা হয়। কঙ্কাল উদ্ধারের পর ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করে। অশীপতীর বাবা মা, তাঁদের সন্তান এবং দুই নাতি, নাতনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ফরেন্সিক তদন্তের রিপোর্ট সামনে এলে তবেই মৃতদের পরিচয় প্রকাশ্যে আনা হবে পুলিশের তরফে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তও শুরু করা হয়েছে জোর কদমে।