Karnataka Municipal Corporation Election Results 2021 Live Updates: কর্ণাটকে পুরভোটের গণনা চলছে, বিজেপি-কংগ্রেসের জোর টক্কর

কর্ণাটকের তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট গণনা চলছে। কর্ণাটকের হুব্বালি-ধারওয়াদ, কালাবুরাগি এবং বেলাগাভি-র মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের ফল প্রকাশের কাজ চলছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে রাজ্যের প্রধান দুই দল শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে জোর টক্কর চলছে।

Counting of Votes | Representational Image | (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বর: কর্ণাটকের তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Karnataka Municipal Corporation Election) ভোট গণনা চলছে। কর্ণাটকের হুব্বালি-ধারওয়াদ (Hubballi-Dharwad Municipal Corporation), কালাবুরাগি (Kalaburagi Municipal Corporation Elections 2021) এবং বেলাগাভি (Belagavi)-র মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের ফল প্রকাশের কাজ চলছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে রাজ্যের প্রধান দুই দল শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে জোর টক্কর চলছে। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পা-র পদত্যাগের পর বিজেপি মুখ্যমন্ত্রী করে বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)-কে। কর্ণাটকে করোনা আটকাতে ব্যর্থ হওয়ায় ইয়েদুরাপ্পা-র ওপর দলের কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। ইয়েদি-র পদত্যাগের পর প্রথম ভোট কর্ণাটকে। মুখ্যমন্ত্রী বদলে কতটা সুবিধা করতে পারে বিজেপি সেটা এই ভোটে দেখার।

কালাবুরাগি পুরনিগমে ৫৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৭টি আসনে জয়ী, বিজেপি এগিয়ে ১৩টি-তে। বেলাগাভি পুর নিগমে ৫৮টি-আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩১টি-তে, কংগ্রেস জিতেছে ৮টি আসনে, এআইএআইএম ১টি আসনে জয়ী। আরও পড়ুন: পিপিই পরে এটিএম ভেঙে লাখ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

অন্যদিকে, হুবালি-ধারওয়াদের ৮২টি-র মধ্যে ২৯টি ওয়ার্ডে জয়ী বিজেপি, কংগ্রেস জয়ী ১৭টি ওয়ার্ডে। বিজেপি, কংগ্রেস, জেডিইউ ছাড়াও এই পুরভোটে লড়ছে আম আদমি পার্টিও। আজ সন্ধ্যার মধ্যে ভোটের ফলাফলের ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী কালাবুরাগিতে ৫৫টি ওয়ার্ডে ৩০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে হুব্বালি-ধারওয়াদে ৮২টি ওয়ার্ডে লড়ছেন ৪২০জন প্রার্থী। বেলাগাভিতে ৫১৯জন প্রার্থী লড়ছেন ৫৮টি ওয়ার্ডে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now