DK Shivakumar: জয়ের আনন্দে চোখে জল কংগ্রেসের 'চাণক্য' শিবকুমারের, আবেগে হারালেন ভাষা, দেখুন ভিডিয়ো
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। রাজ্যের ২২৪টি-র মধ্যে ১৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারের চেয়ে ৫০টি বেশী আসনে জয়ের পথে হাত শিবির।
বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে ( Karnataka Assembly Election Results 2023) কংগ্রেসের (Congress) জয়জয়কার। রাজ্যের ২২৪টি-র মধ্যে ১৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারের চেয়ে ৫০টিরও বেশী আসনে জয়ের পথে হাত শিবির। কংগ্রেসের এই দুরন্ত জয়ের কারিগর রাজ্যে দলের সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar)। দলের জয় নিশ্চিত হতে শিবকুমার সাংবাদিকদের সামনে এসে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন। তারপর কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেললেন কর্ণাটকে কংগ্রেস সভাপতি।
শিবকুমার ধন্যবাদ জানালেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে। বললেন এই জয় দলের কর্মীদের, রাজ্য়ের মানুষের। কর্ণাটকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেন শিবকুমার। আরও পড়ুন-কর্ণাটকে হার স্বীকার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের, বললেন বড় কথা, দেখুন ভিডিয়ো
নিজের কেন্দ্রে রেকর্ড ভোটে জেতা নিশ্চিত শিবকুমারের। এবার দেখার দল তাঁকে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেন কি না। ক বছর আগে তিনি দুর্নীতির অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন।
দেখুন ভিডিয়ো
অন্যদিকে, কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah) এই জয়কে মানুষের বলে উল্লেখ করলেন। বিজেপি অর্থের জোরে জিততে চেয়েছিল বলে জানান সিদ্ধরাইমাইয়া। রাহুল গান্ধী এবার দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি দাবি করেন। কর্ণাটক মানুষ নরেন্দ্র মোদীকে প্রত্যাখান করেছে বলেও দাবি করেন সিদ্ধারামাইয়া।