Karnataka Assembly Election Results 2023 Live News Updates: কর্ণাটকে ম্যাজিক ফিগার টপকে গেল কংগ্রেস, ১১৯টি আসনে এগিয়ে হাত শিবির, বিজেপির লিড ৭২টি-তে

কর্ণাটকে সরকার গড়তে গেলে লাগে ১১৩ জন বিধায়কের সমর্থন। সেখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট জানাচ্ছে, গণনার প্রথম তিন ঘণ্টা শেষে কংগ্রেস এগিয়ে ১১৫টি আসনে, সেখানে বিজেপি লিড পেয়েছে ৭৩টি-তে।

Congress Party Worker on Wayanad Photo Credit: Twitter@ANI

বেঙ্গালুরু, ১৩ মে:  Karnataka Assembly Election Results 2023: কর্ণাটকে সরকার গড়তে গেলে লাগে ১১৩ জন বিধায়কের সমর্থন। সেখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট জানাচ্ছে, গণনার প্রথম তিন ঘণ্টা শেষে রাজ্যের ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১১৯টি আসনে, সেখানে বিজেপি লিড পেয়েছে ৭২টি-তে। জনতা দল সেকুলার এগিয়ে ২৫টি আসনে। এগিয়ে থাকা আসনগুলিতে কংগ্রেস প্রার্থীদের লিড বাড়ছে। সরাসরি গণনা কেন্দ্র থেকে খবর দেওয়া বেসরকারী নিউজ চ্যানেলগুলিতে স্বাভাবিকভাবেই একটু বেশী সংখ্যক আসনের খবর মিলছে। তবে সব হিসেবেই দেখা যাচ্ছে, এক্সিট পোলের ইঙ্গিত মিলে যাচ্ছে। গণনার প্রথম সাড়ে ৩ ঘণ্টায় দেখা যাচ্ছে কংগ্রেসের প্রাপ্ত ভোট প্রায় ৪৩ শতাংশ, বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট। জেডিএসের প্রাপ্ত ভোট ১২.৯৭ শতাংশ।

দক্ষিণ ভারতের একমাত্র কর্ণাটকেই বিজেপির সরকার ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেকর্ড সংখ্যক জনসভা, রোড শো প্রচারের পরেও বিজেপির হাতছাড়া হতে চলেছে। যদিও গণনার এখনও অনেকটা সময় বাকি। হিসেব বদলাতে বেশী সময় লাগে না। আরও পড়ুন-এগিয়ে থাকার আনন্দে রাহুল গান্ধীর ছবি দিয়ে কংগ্রেসের টুইট

দেখুন টুইট

গত বুধবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক ভোটার এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দেন। কর্ণাটকে ভোট পড়ে ৭৩ শতাংশেরও বেশী। কর্ণাটকই হল দক্ষিণে ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য। এখানে ক্ষমতা ধরে রাখার জন্য সর্বশক্তি উজাড় করে দেয় বিজেপি। রেকর্ড সংখ্যক জনসভা ও রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



@endif