Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ২ লস্কর জঙ্গি, উদ্ধার পিস্তল ও অন্য সামগ্রী

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিকেশ ২ জঙ্গি (Terrorists)। শনিবার ভোররাতে মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার জাকুরা (Zakura) এলাকায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই নিহত হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে একজনকে ইখলাক হাজাম হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে অনন্তনাগের হাসানপোরায় পুলিশ আধিকারিক আলি মহম্মদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এরা প্রত্যেকেই লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনর সঙ্গে যুক্ত ছিল।

File Photo (Photo Credit: ANI)

শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিকেশ ২ জঙ্গি (Terrorists)। শনিবার ভোররাতে মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার জাকুরা (Zakura) এলাকায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই নিহত হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে একজনকে ইখলাক হাজাম হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে অনন্তনাগের হাসানপোরায় পুলিশ আধিকারিক আলি মহম্মদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এরা প্রত্যেকেই লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনর সঙ্গে যুক্ত ছিল।

জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে। বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনীও। বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলার পর দুই জঙ্গি নিহত হয়। আরও পড়ুন: COVID 19 In Kerala: কেরলে কমছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮,৬৮৪ জন

আইজিপি কাশ্মীর বলেছেন, জঙ্গিদের কাছ থেকে দুটি পিস্তলে ও অন্য অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে।



@endif