Jammu And Kashmir: সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম এক জঙ্গি
জম্মু–কাশ্মীরের (Jammu And Kashmir ) সোপিয়ানে সেনা জঙ্গি গুলি লড়াই শুরু হয়েছে সকাল থেকে।
শ্রীনগর,৩ জুন, ২০১৯: জম্মু–কাশ্মীরের (Jammu And Kashmir ) সোপিয়ানে সেনা জঙ্গি গুলি লড়াই শুরু হয়েছে সকাল থেকে। সোপিয়ানের চিত্রগ্রামে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির (Terrorist Killed)। মৃতের নাম ফিরদৌস আহমেদ ভাট। জঙ্গিদের হয়ে গোপনে কাজ করত এই যুবক। গত ৩১ মে সোপিয়ানেই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। সেখানে উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র। জৈনপোরার দ্রাঙ্গাদ গ্রামে হয়েছিল সেই সংঘর্ষ। সেখান থেকে উদ্ধার হওয়া নথি পত্র দেখেই সোমবার সকালে সোপিয়ানে (Shopian) তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে খবর, চিত্রগ্রামে পেট্রোলিং করার সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। শুরু হয় সংঘর্ষ। সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। আরও কোনও জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে কিনা এই নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। গত কয়েকদিন ধরে সোপিয়ান সহ উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে সেনা–জঙ্গি সংঘর্ষ।