Jammu And Kashmir: রাজৌরিতে গোটা এলাকা ঘিরে তল্লাশি, এনকাউন্টারে ৩ জঙ্গির পাকড়াওয়ের সম্ভাবনা

রাজৌরির কেশরীতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই কেশরী জুড়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। তার জেরেইওই এলাকায় ২, ৩ জঙ্গি সেনা বাহিনীর কবজায় বলে খবর মিলছে।

Jammu And Kashmir Encounter (Photo Credit: ANI)

শ্রীনগর, ৫  মে: শুক্রবার সকাল থেকে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) রাজৌরিতে (Rajouri) ফের নতুন করে এনকাউন্টার শুরু হয়েছে। গত ৩ দিন ধরে এই নিয়ে ৩বার সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হল। যা নিয়ে জম্মু কাশ্মীরের রাজৌরি অঞ্চলে উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। রাজৌরির কেশরী এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। ফলে ওই এলাকায় ২-৩ জঙ্গিকে সেনা বাহিনী পাকড়াও করেছে বলে খবর।

রাজৌরির কেশরীতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই কেশরী জুড়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। তার জেরেইওই এলাকায় ২, ৩ জঙ্গি সেনা বাহিনীর কবজায় বলে খবর মিলছে। পুলিশ (Police) এবং সিআরপিএফের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে আপাতত তল্লাশি শুরু করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে আর কত জঙ্গি আত্মগোপণ করে রয়েছে, সে বিষয়েও পুলিশ এবং সেনা একযোগে খোঁজ শুরু করেছে বলে খবর।

 

বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলায় ২ জঙ্গিকে খতম করে সেনা বাহিনী। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। বৃহস্পতিবার বারামুলার এনকাউন্চটারের পর শুক্রবার সকাল থেকে রাজৌরিতে তল্লাশি শুরু করে সেনা বাহিনী এবং কাশ্মীর পুলিশের একটি দল।