Jammu And Kashmir: পাঞ্জাবের বাসিন্দাকে গুলি করে হত্যা জঙ্গিদের, থমথমে শ্রীনগরে আহত আরও এক, দেখুন ভিডিয়ো
পাঞ্জাবের বাসিন্দা ওই ব্যক্তিকে লক্ষ্য করে জঙ্গিদের গুলিতে আরও একজন আহত হন বলে খবর। কাশ্মীর পুলিশের তরফে প্রকাশ করা হয় এই খবর। তবে কী কারণে অমৃতপাল সিংকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়, সে বিষয়ে মেলেনি এখনও কোনও স্পষ্ট তথ্য।
শ্রীনগর, ৭ ফেব্রুয়ারি: শ্রীনগরের (Srinagar) শহিদ গুঞ্জ এলাকা লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকায় জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় অমৃতপাল সিং নামে এক ব্যক্তির। পাঞ্জাবের বাসিন্দা অমৃতপাল সিং জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বাসিন্দা নন। পাঞ্জাবের বাসিন্দা ওই ব্যক্তিকে লক্ষ্য করে জঙ্গিদের গুলিতে আরও একজন আহত হন বলে খবর। কাশ্মীর পুলিশের তরফে প্রকাশ করা হয় এই খবর। তবে কী কারণে অমৃতপাল সিংকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়, সে বিষয়ে মেলেনি এখনও কোনও স্পষ্ট তথ্য।
দেখুন ট্যুইট...
ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকা ঘিরে জোর কদমে তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি শুরু করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফে।
গোটা এলাকা ঘিরে চলছে জোরদার তল্লাশি...