Jammu And Kashmir Encounter Video: বারামুলায় গুলির লড়াই, ২ জঙ্গিকে ঝাঁঝরা করে দিল সেনা বাহিনী, আহত আরও ২

রিপোর্টে প্রকাশ, গুলির লড়াই শুরু হলে, ২ জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর মেলার পর বারামুলায় জোরদার তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী।

J&K Encounter (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৯ জুন: বুধবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বারাবুলায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। বুধবার বেলা যত গড়াতে শুরু করে,তত জোরাল হয় গুলির লড়াই। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের জেরে বারামুলায় ২ জন নিহত হয় বলে জানা যায়। রিপোর্টে প্রকাশ, গুলির লড়াই শুরু হলে, ২ জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর মেলার পর বারামুলায় জোরদার তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। ওই তল্লাশি অভিযানের জেরেই বারামুলায় পরপর ২ জঙ্গিকে ঝাঁঝরা করেন জওয়ানরা।

জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, বারামুলায় সেনা বাহিনীর গুলিতে ২ জঙ্গিকে নিকেষ করা হয়। পাশাপাশি আরও ২ জন আহত হয়।

দেখুন ভিডিয়ো...

 

২ জঙ্গি আহত বলে জানায় পুলিশ...

 

সোপরের বাদিপোরা এলাকাতেও জোর তল্লাশি শুরু করে সেনা বাহিনী জঙ্গিদের খোঁজে...