Jammu and Kashmir Assembly Election 2024: রাত পোহালেই ভূ স্বর্গে বিধানসভা ভোট, অগ্নিপরীক্ষায় বিজেপি-কংগ্রেস, জানুন পাঁচ তথ্যে জম্মু কাশ্মীর নির্বাচন
১০ বছর পর জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম উপত্যকায় রাজ্যের সিংহাসনে কে বসবেন সেটা ঠিক হওয়ার ভোট হতে চলেছে।
শ্রীনগর, ১৭ অক্টোবর: Jammu and Kashmir Assembly Election 2024 কড়া নিরাপত্তার মধ্যে আগামিকাল, বুধবার থেকে ভূ স্বর্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। লোকসভা ভোটের পর এই প্রথম দেশে কোনও বড় মাপে নির্বাচন হতে চলেছে। বিজেপির কাছে এই নির্বাচন পুরোপুরি মর্যাদা রক্ষার। নরেন্দ্র মোদীর সরকারের ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে জম্মু-কাশ্মীরের ভোটাররা কীভাবে নিয়েছেন সেটার দিকে নজর থাকবে সবার।
লোকসভা ভোটে ৪০০ পাড়ের স্লোগান তুলে ২৪০-এ আটকে যাওয়া বিজেপির কাছে এই ভোটে প্রত্যাবর্তনেরও। অন্যদিকে, লোকসভা নির্বাচনে সম্মানজনক ফলের পর দেশের রাজনীতিতে দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে যাওয়া কংগ্রেসের কাছে জম্মু-কাশ্মীরের নির্বাচন বজ় পরীক্ষার। ফারুক আবদুল্লার এনসি-র সঙ্গে জোট গড়ে লড়ে কংগ্রেস যদি জম্মু-কাশ্মীর ক্ষমতায় আসতে পারে কংগ্রেস, তাহলে দেশের রাজনীতিতে রাহুল গান্ধী আরও বড়ভাবে ফিরে আসতে পারবেন। আরও পড়ুন-গুরু কেজরিওয়াল তাঁকে বিশ্বাস করে দিল্লির দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগে বললেন অতিশী
লোকসভা নির্বাচনে মুখথুবড়ে পড়া মেহবুবা মুফতির কাছেও এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। দেশদ্রোহিতার অভিযোগে জেলবন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ জামিনে ছাড়া পেয়ে প্রচার করে নিজের জোরে কটা আসন জিততে পারেন সে দিকেও নজর থাকবে।
এক নজরে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়ে পাঁচ তথ্য
১) দশ বছর পর জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভূ স্বর্গে মোট ৯০টি বিধানসভা আসনে ভোট হবে। কাশ্মীর অঞ্চলে আছে ৪৭টি বিধানসভা আসন।
২) মোট ৩টি দফায় ভোটগ্রহণ হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, পয়লা অক্টোবর। ফলপ্রকাশ ৮ অক্টোবর। বুধবার প্রথম দফায় ভূ-স্বর্গের সাতটি জেলার ২৮টি বিধানসভা আসনে ভোট হবে।
৩) বুধবার প্রথম দফায় জম্মু অঞ্চলের ৩টি জেলার আটটি আসন ও কাশ্মীরের ৪টি জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ হবে। মোট ২১৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। প্রথম দফায় মোট ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন ভোট দিতে পারবেন।
৪) নির্বাচনের কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। সীমান্ত অঞ্চলে অতিরিক্ত নজরদারি চলছে। বুথের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
৫) প্রথম দফায় হাইপ্রোফাইল কেন্দ্র হল পুলওয়ামা বিধানসভা। ত্রিমুখি লড়াইয়ে এখানে লড়ছেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি, এনসি-র বাসির আহমেদ ভেরি ও বিজেপির সোফি মহম্মদ ইউসুফ। এবার জম্মু-কাশ্মীরে জোট গড়ে লড়ছে ফারুক ও ওমর আবদুল্লার ন্যাশানল কনফারেন্স, কংগ্রেস, সিপিআইএম ও প্য়ান্থার্স পার্টি। ইন্ডিয়া জোটের আসন সমঝোতায় এনসি ৫৩টি, কংগ্রেস৩২টি, সিপিএম ১ ও প্যান্থার্স পার্টি ১টি আসনে লড়বে। বিজেপি একাই ৯০টি আসনে প্রার্থী দিচ্ছে। লড়াইয়ে আছে মেহবুবা মুফতির পিডিপিও।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)