Jammu And Kashmir: সীমান্ত ঘেঁষে নওসেরায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত জওয়ান
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকালে সাড়ে দশটা নাগাদ নওসেরায় সীমান্ত ঘেঁষে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ওই সময় সংশ্লিষ্ট এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন ২ জওয়ান। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দিল্লি, ১৮ জানুয়ারি: ফের সেনা জওয়ানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। বৃহস্পতিবার নওসেরায় ভারত-পাক সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। তার জেরেই এক জওয়ানের মৃত্যু হয় বলে খবর। বৃহস্পতিবারের বিস্ফোরণের জেরে এক জওয়ানের মৃত্যুর পাশাপাশি অন্যজনের আহত হওয়ার খবর মেলে।
আরও পড়ুন: Jammu & Kashmir: মধ্যরাতের ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকালে সাড়ে দশটা নাগাদ নওসেরায় সীমান্ত ঘেঁষে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ওই সময় সংশ্লিষ্ট এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন ২ জওয়ান। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি একজন আহত হন। জকম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, আহত জওয়ানকে চপারে করে উধমপুরে নিয়ে যাওয়া হয়। আপাতত উধমপুরে সেনা হাসপাতালেি তাঁপর চিকিৎসা চলছে। ঘটনার পরপরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।