UP: উত্তরপ্রদেশের ফতেগড় সেন্ট্রাল জেলে তাণ্ডব বন্দিদের, আটক ২ ডেপুটি জেলর
উত্তরপ্রদেশের ফারুখাবাদ (Farrukhabad) জেলার ফতেগড় সেন্ট্রাল জেলের (Fatehgarh Central Jail) দখল নিল বন্দিরা। আজ সকালে জেলে নিরাপত্তারক্ষী ও বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন জেল কর্তাকে বন্দি করে রেখেছে আবাসিকরা। সন্দীপ কুমার নামে এক বিচারাধীন বন্দির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে জেল। বন্দীরা তাণ্ডব চালাতে করে। বন্দীদের অভিযোগ যে চিকিৎসায় দেরি হওয়ার কারণে সন্দীপের মৃ্ত্যু হয়েছে।
ফারুখাবাদ, ৭ নভেম্বর: উত্তরপ্রদেশের ফারুখাবাদ (Farrukhabad) জেলার ফতেগড় সেন্ট্রাল জেলের (Fatehgarh Central Jail) দখল নিল বন্দিরা। আজ সকালে জেলে নিরাপত্তারক্ষী ও বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন জেল কর্তাকে বন্দি করে রেখেছে আবাসিকরা। সন্দীপ কুমার নামে এক বিচারাধীন বন্দির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে জেল। বন্দীরা তাণ্ডব চালাতে করে। বন্দীদের অভিযোগ যে চিকিৎসায় দেরি হওয়ার কারণে সন্দীপের মৃ্ত্যু হয়েছে।
রবিবার সকালে বন্দিরা জেলে পাথর ছুঁড়তে শুরু করে, একটি অংশে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও আধিকারিকদের ওপর হামলা চালায়। দুই ডেপুটি জেলর অখিলেশ কুমার ও শৈলেশ কুমারকে বন্দি করা হয়। নিরাপত্তারক্ষী ও পুলিশ বন্দিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। যদিও তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আরও পড়ুন: Bengal Politics: দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম, দিলীপকে পাল্টা তথাগতর
এই বিষয়ে কারা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। ফারুখাবাদের অতিরিক্ত পুলিশ সুপার অজয় পাল সিং বলেছেন যে সিনিয়র পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট বর্তমানে জেলে গিয়েছেন বন্দিদের শান্ত করতে।