WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসা ছবিটি আসল নাকি ভুয়ো? সত্য-মিত্যা যাচাই করতে মেটা আনল দুর্দান্ত ফিচার

ব্যবহারকারীদের প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যে মেটা মালিকানাধীন হোয়াটঅ্যাপ নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। যা হোয়াটঅ্যাপে আসা ছবিটি আসল নাকি প্রযুক্তি দিয়ে তৈরি করা, তা খুব সহজেই ধরে ফেলবে।

WhatsApp History Sharing Feature

WhatsApp New Feature: কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) হাত ধরে ডিপফেক ছবি, ভিডিয়োর রমরমা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে আসল আর নকলের ফারাক বোঝা মুশকিল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই এই সমস্ত নকল ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়ছে, অথচ ব্যবহারকারীরা সত্যিটা জানতেও পারছে না। তবে এবার আসল নকল যাচাইয়ের নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যে মেটা (Meta) মালিকানাধীন হোয়াটঅ্যাপ এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে এসেছে। যা হোয়াটঅ্যাপে আসা ছবিটি আসল নাকি প্রযুক্তি দিয়ে তৈরি করা, তা খুব সহজেই ধরে ফেলবে।

নিত্যদিনই আমার, আপনার হোয়াটঅ্যাপে একাধিক ছবি কেউ না কেউ ফরোয়ার্ড করছে। শেয়ার হওয়া সেই ছবি আসল নাকি ভুয়ো তা যাচাই করার উপায় ছিল না কারুর কাছেই। তবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার (WhatsApp New Feature) সত্য-মিথ্যার মাঝে ছাঁকনির কাজ করবে। যার নাম ‘সার্চ অন ওয়েব’। এই ফিচারের মাধ্যমে বোঝা যাবে হোয়াটঅ্যাপ চ্যাটে আসা ছবিটি আসল নাকি নকল।

কিভাবে কাজ করবে এই ফিচার? জানুন...

আপনার হোয়াটঅ্যাপের ব্যক্তিগত চ্যাট কিংবা গ্রুপে আসা ছবিটি সত্য নাকি প্রযুক্তি দিয়ে তৈরি তা যাচাই করতে ছবিটি ক্লিক করে তার উপরে থাকা তিনটি 'ডট'এ ক্লিক করতে হবে। পেয়ে যাবেন 'সার্চ অন ওয়েব’ অনশনটি। সেখানেই সার্চ করে দেখে নিতে পারবেন ওই ছবির উৎস কী? ছবি আসল নাকি ভুয়ো। ছবির উৎস জানতে পারলেই ছবিটি আসল নাকি নকল সেই সম্পর্কে ধারণা তৈরি হবে।



@endif