Shaheed Diwas 2024: শহীদ দিবস কবে? জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব...
১৯৩১ সালের ২৩ মার্চ, ব্রিটিশ রাজের সময় ভগত সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের ফাঁসি দেওয়া হয়েছিল। সেই থেকে প্রতি বছর ২৩ মার্চ দিনটিতে পালন করা হয় শহীদ দিবস। ২০২৪ সালে ৯৩তম শহীদ দিবস পালন করবে দেশ। ১৯২৮ সালের ৩০ অক্টোবর 'সাইমন, গো ব্যাক' স্লোগানের মাধ্যমে স্যার জন সাইমনের লাহোর সফরের বিরুদ্ধে একটি অহিংস বিক্ষোভের নেতৃত্ব দেন লালা লাজপত রায়। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করা হলেও পুলিশ সুপার জেমস এ. স্কট লাঠিচার্জ করার নির্দেশ দেন পুলিশকে। এদিনের সংঘর্ষে গুরুতর আহত হন লালা লাজপত রায় এবং পরে মারা যান তিনি।
লালা লাজপত রায়ের মৃত্যুর পর, তিনজন তরুণ বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী ভগত সিং, রাজগুরু ও সুখদেব পরিকল্পনা করেছিলেন জেমস স্কটকে হত্যা করার, কিন্তু ভুল পরিচয়ের কারণে জেমস স্কটের পরিবর্তে অন্য এক পুলিশের হত্যা করেন তাঁরা। লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কেন্দ্রীয় পরিষদে হামলা করার পরিকল্পনাও করেছিলেন তাঁরা। পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউটস অ্যাক্ট পাস হওয়া আটকানোর জন্য ১৯২৯ সালের ৮ এপ্রিল, কেন্দ্রীয় পরিষদে বোমা হামলার চেষ্টা করেন তাঁরা।
বোমা হামলা করার চেষ্টার অপরাধে বন্দী করা হয় ভগত সিং, সুখদেব এবং রাজগুরুকে। এরপর মৃত্যুদণ্ড দেওয়া হয় তাঁদের। ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় তিনজনকেই। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভগত সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার। তাঁদের এই ত্যাগ ও ভক্তিকে সম্মান জানানোর জন্য প্রতি বছর ২৩ মার্চ দিনটিতে পালন করা হয় শহীদ দিবস।