National Pension Scheme: জাতীয় পেনশন স্কিমে টাকা তুলুন আরও সহজে, জানুন নতুন নিয়ম
জাতীয় পেনশন স্কিম অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কিম। এনপিএস ইক্যুইটিতে বিনিয়োগের বিকল্পও দেয়। আপনি যত দ্রুত এতে বিনিয়োগ শুরু করবেন আপনার অবসরের পর তা ততই লাভজনক হবে।
চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারের পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তাদের জাতীয় পেনশন স্কিম না এনপিএস (National Pension Scheme) গ্রাহকদের জন্যে নয়া নিয়ম চালু করেছে। জাতীয় পেনশন স্কিম অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কিম। এনপিএস (NPS) ইক্যুইটিতে বিনিয়োগের বিকল্পও দেয়। আপনি যত দ্রুত এতে বিনিয়োগ শুরু করবেন আপনার অবসরের পর তা ততই লাভজনক হবে।
পর্যাপ্ত অবসরের কর্পাস পেতে আপনাদের উচ্চতর ইক্যুইটি এক্সপোজার নিতে হবে। যদিও স্টক এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অনেকেই ইক্যুইটি এক্সপোজার নিয়ে থাকেন। তবে বেশিরভাগ বিনিয়োগকারীরা কোন স্টক বা ফান্ডে বিনিয়োগ করা এবং তারপর অবসর (Pension) গ্রহণ পর্যন্ত সেই বিনিয়োগ চালিয়ে যাওয়াকে খুব কঠিন বলে মনে করেন। তাই সে ক্ষেত্রে জাতীয় পেনশন স্কিম একটি সহজ বিকল্প বলে মনে করা যেতে পারে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে। যাতে বলা হয়েছে, টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকরা ৬০ বা ৭৫ বছর পর্যন্ত তাঁদের টাকা বার্ষিক ভাবে নিতে পারবেন।
এনপিএস কর্পাস ৬০ বছর বয়সে প্রত্যাহার করা যেতে পারে। যার ৪০ শতাংশ একটি বার্ষিক পরিকল্পনায় চলে যায় এবং বাকি ৬০ শতাংশ ট্যাক্স-মুক্ত মাসিক আয় হিসাবে গ্রহণ করার অনুমতি দেবে। গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। জাতীয় পেনশন স্কিম সম্প্রতি তার টাকা তোলার বিধিতে পরিবর্তন এনেছে। যা গ্রাহকদের পদ্ধতিগতভাবে টাকা তোলার সুবিধা বা সিস্টেমেটিক লাম্প সাম উইথড্রয়াল (Systematic Lump Sum Withdrawal) প্রদান করে। প্রস্তাবিত নিয়ম অনুসারে, গ্রাহকরা ৭৫ বছর বয়স পর্যন্ত মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে তাঁদের পেনশন কর্পাসের ৬০ শতাংশ তুলতে পারবে। যা করমুক্ত হবে এবং অবশিষ্ট কর্পাস রিটার্ন উপার্জন করতে থাকবে, যাও করমুক্ত হবে।