How to File Income Tax Return For FY 2020-21: নতুন অনলাইন পোর্টালে কী করে আয়কর রিটার্ন ফাইল করবেন? দেখে নিন এক ঝলকে

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ২০২০-২১ আয়কর রিটার্ন ফাইল করতে হবে। যদি ইতিমধ্যেই আয়কর রিটার্নের ফাইল (ITR Filing) জমা করে থাকেন তো ভাল। যদি উত্তর না হয়, তাহলে সময় নষ্ট না করে এই বেলা আয়কর রিটার্নের আবেদন করে ফেলুন।

Income Tax Filing (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩১ আগস্ট: চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ২০২০-২১ আয়কর রিটার্ন ফাইল করতে হবে। যদি ইতিমধ্যেই আয়কর রিটার্নের ফাইল (ITR Filing) জমা করে থাকেন তো ভাল। যদি উত্তর না হয়, তাহলে সময় নষ্ট না করে এই বেলা আয়কর রিটার্নের আবেদন করে ফেলুন। কারণ ৩০ সেপ্টেম্বর আসতে আর বেশি দেরি নেই। সাধারণত আয়কর রিটার্নের ফাইলিং হয়ে যায় ৩০ জুনের মধ্যে। তবে চলতি বছর মহামারী করোনার কোপে সমস্ত হিসেব ওলোটপালোট হয়ে গিয়েছে। এ বছর আয়কর জমা দেওয়ার সময়সীমা বেশ কয়েকবার বেড়েছে। যখন শেষের দিন আর দূরে নয়, তখন যত তাড়াতাড়ি সম্ভব আয়কর রিটার্নের ফাইলিং করে ফেলুন। নতুন আয়কর পোর্টালেই www.incometax.gov.in –এ লগইন করে আয়কর রিটার্ন ফাইল করতে হবে আয়কর দাতাকে

আয়কর রিটার্নের আবেদনে কী কী করবেন আর কী কী করবেন না:

কী কী করবেন

 

 



@endif