Jharkhand Assembly Election 2024: আগামীকাল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ, নিরাপত্তাসহ সমস্ত ব্যবস্থার তদারকিতে নির্বাচন কমিশন

Jharkhand Assembly election first phase (Photo Credit: X@LokPoll & @PTI_News)

রাত পেরোলেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্বের জন্য নির্বাচন কমিশনের তরফে বিস্তৃত ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল নির্বাচনের প্রথম পর্বে ৪৩টি আসনে ভোট হবে। আজ সকাল থেকেই যেসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেখানে পোলিং পার্টি পাঠানো হচ্ছে। ৪৩ টি আসনের ২২৫টি সংবেদনশীল বুথের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলির মাধ্যমে পোলিং দলগুলি ইতিমধ্যেই ১৯৪টি ভোটকেন্দ্রে পৌঁছেছে। বাকি ৩০টি বুথের পোলিং আধিকারিকদের আজ পাঠানো হবে৷

এই সংবেদনশীল বুথগুলি ঝাড়খন্ডের পাঁচটি জেলা পশ্চিম সিংভূম, লাতেহার, লোহারদাগা, গাড়োয়া এবং গুমলা জেলায়  অবস্থিত। প্রথম দফার নির্বাচনে রাজ্য জুড়ে মোট ১৫,৩৪৪টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বিঘ্নে নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক কোম্পানি মোতায়েন করা হয়েছে। আগামিকালের নির্বাচনে ৭৩ জন মহিলা প্রার্থী সহ ৬৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ১ কোটি ৩৭ লাখের বেশি ভোটার এই প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন।

চলতি মাসের ২০ তারিখে ৩৮টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। এরপর ২৩ নভেম্বর ভোট গণনা করা হবে।