ITR Filing: জেনে নিন সহজ ধাপের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতি

অর্থবর্ষ ২০২১-২২ এর জন্য আইটিআর ফাইল করার শেষ সুযোগ, যারা সময় মতো তাদের মূল আইটিআর ফাইল করেছিলেন কিন্তু কিছু ত্রুটি বা ভুলে রয়েছে তাঁদের সেটি সংশোধন করতে হবে এবং এটিই হল সেই সুযোগ।

Income Tax Return Filing (Photo Credit: Twitter)

মুম্বই, ৪ জানুয়ারি: ভারতীয় আয়কর দফতরের (Income Tax Department) তরফে জানানো হয়েছে, ২০২২ সালের ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আয়কর রিটার্ন জমা দিতে পারেননি, তাঁদের জন্য ৩১ ডিসেম্বর ছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তবে করদাতারা অনলাইনে ফি জমা দিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন  eportal.incometax.gov.in ওয়েবসাইটের সাহায্যে।

এই সময়সীমাটি গুরুত্বপূর্ণ কারণ এটি অর্থবর্ষ ২০২১-২২ এর জন্য আইটিআর ফাইল করার শেষ সুযোগ, যারা সময় মতো তাদের মূল আইটিআর ফাইল করেছিলেন কিন্তু কিছু ত্রুটি বা ভুলে রয়েছে তাঁদের সেটি সংশোধন করতে হবে এবং এটিই হল সেই সুযোগ। যাদের আয় ২.৫ লক্ষ টাকার বেশি তাদের আয়কর জমা দিতে হয়।

জেনে নিন অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতি

মনে রাখুন-

করদাতাদের অবশ্যই টিডিএস সার্টিফিকেট (Form 16, Form 16A) সুদের সনদপত্র (Interest certificates) সেটি সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদি যেকোনো অ্যাকাউন্টের,  রিপেমেন্ট সার্টিফিকেট (repayment certificates) যদি হোম লোন অথবা শিক্ষা ঋণ থাকে (Form 26AS), বার্ষিক তথ্য বিবৃতি (Annual Information Statement), আধার নম্বর, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো নথি সঙ্গে রাখতে হবে।