হারিয়ে গিয়েছে ভোটার কা‌র্ড?‌‌‌‌‌‌ কী করে তৈরি করবেন বিকল্প কার্ড জেনে নিন

সামনেই লোকসভা ভোট। আর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে সবচেয়ে জরুরি এপিক বা ভোটার আইকার্ড(Voter Card)।

ভোটার কার্ড(File pic)

৭ মে, ২০১৯: সামনেই লোকসভা ভোট। আর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে সবচেয়ে জরুরি এপিক বা ভোটার আইকার্ড(Voter Card)। কোনও ভাবে সেই কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে। তাহলে কী করবেন। চিন্তার কিছু নেই। অনায়াসেই বিকল্প ভোচাটার আইকার্ড তৈরি করে ফেলতে পারেন।

কীভাবে তৈরি করবেন বিকল্প ভোটার আই কার্ড, জেনে নিন.‌.‌

১)‌ থানায় ডায়রি করার সঙ্গে সঙ্গে চলে যান অপনার বাসন্থানের নিকটবর্তী নির্বাচনী আধিকারিক অথবা কমিশনের দপ্তরে।

২)‌ সেখানে বিকল্প ভোটার আই কার্ড তৈরির ফর্ম সংগ্রহ করুন।

৩)‌ ফর্মে নাম, ঠিকানা এবং পুরনো ভোটার আইকার্ডের নম্বর লিখতে হবে।(Adress)

৪)‌ যা যা তথ্য আপনি দিয়েছেন তার সপক্ষে সেই তথ্য সংক্রান্ত নথির একটি করো ফটোকপি দিতে হবে।

৫)‌ ফর্ম এবং তথ্যের ফটোকপি একসঙ্গে করে নির্বাচনী আধিকারিক অথবা কমিশনের দপ্তরে সেটি জমা দিন।(Photo copy)

৬)‌ আপনার দেওয়া সব তথ্য ভালো করে যাচাইয়ের পরই আপনার নামে দ্বিতীয় ভোটার বিকল্প ভোটার আই কার্ড ইস্যু করবে নির্বাচন কমিশন।

৭)‌ কিছু দিন পরে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নিজের সেই বিকল্প দ্বিতীয় ভোটার আইকার্ড সংগ্রহ করতে পারেন।(Election commission)



@endif