Jammu and Kashmir: কুপওয়ারায় জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ বিএসএফ কনস্টেবল ও ৩ সেনা; নিকেশ ৩ জঙ্গিও

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর সন্ত্রাসবিরোধী একটি বড় অভিযানের সময় ডিউটির লাইনে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফের এক কনস্টেবল সহ তিনজন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। শহিদ জওয়ানের নাম সুদীপ সরকার (Constable Sudip Sarkar)। গতরাতে কাশ্মীরের মাচিল সেক্টরে (Machil Sector) টহলরত দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।

প্রতীকী ছবি |(Photo Credits: ANI)

কুপওয়ারা, ৮ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর সন্ত্রাসবিরোধী একটি বড় অভিযানের সময় ডিউটির লাইনে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফের এক কনস্টেবল সহ তিনজন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। শহিদ জওয়ানের নাম সুদীপ সরকার (Constable Sudip Sarkar)। গতরাতে কাশ্মীরের মাচিল সেক্টরে (Machil Sector) টহলরত দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।

সীমান্ত সুরক্ষা বাহিনী জানিয়েছে, "মাচিল সেক্টরে অভিযানের সময় কনস্টেবল সুদীপ সরকার প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে শক্তিবৃদ্ধি পেয়েছে, যৌথ অভিযান এখনও চলছে"। আরও পড়ুন, আরও নামল পারদ, জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় বেড়ার কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সন্দেহজনক চলাফেরা শনাক্ত করা হয়। এরপর জঙ্গিদের তাড়া করে বাহিনী। গুলি বিনিময়ে এক জঙ্গি নিহত হয়। ঘটনাস্থান থেকে একটি একে-৪৭ রাইফেল এবং দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।