Indian Army Guns Down 9 Terrorists: গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে নিকেশ ৯ জঙ্গি, শহিদ ৩ জওয়ান

ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে গুলির লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিকেশ হল ৯ জঙ্গি (Terrorists)। যদিও গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। জখম হয়েছেন ২ জওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত, তীব্র তুষারপাত ও দূর্গম এলাকা হওয়ার কারণে জখম জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ফাইল ফোটো (Photo Credits: IANS)

শ্রীনগর, ৫ এপ্রিল: শ্রীনগর, ৫ এপ্রিল: ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে গুলির লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিকেশ হল ৯ জঙ্গি (Terrorists)। যদিও গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জওয়ান। জখম হয়েছেন আরও কয়েকজন জওয়ান। তাঁদের সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।

গতকাল দক্ষিণ কাশ্মীরের বাটপুরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৪ জঙ্গি। ১০-১২ দিন ধরে এই জঙ্গিরা নিরীহ নাগরিকদের হত্যা করছিল বলে জানা গেছে। জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য। পুলিশ জানিয়েছিল যে দক্ষিণ কাশ্মীরে এই জঙ্গিরা চারজন সাধারণ নাগরিককে হত্যা করেছিল। এরপরই কুলগামে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে জঙ্গি-সেনা সংঘর্ষে খতম হয়েছে আরও ৫ জঙ্গি। সেখানেই গুলির লড়াই চলাকালীন প্রথমে এক সেনা জওয়ান শহিদ হন। জখম হন আরও কয়েকজন। তীব্র তুষারপাত ও দূর্গম এলাকা হওয়ার কারণে জখম জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। পরে জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন আরও ২ জন জওয়ানের মৃত্যু হয়। আরওপড়ুন: India Set to Light Candles: আজ একতা ও সংহতি বজায় রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আলো নিভিয়ে মোমবাতি জ্বালাবে ভারতবাসী

প্রতিকূল আবহাওয়াকে হাতিয়ার করে কেরন সেক্টর দিয়ে এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। কিন্তু, সতর্ক ছিল বাহিনী। জঙ্গিদের দেখতে পেয়েই রুখে দাঁড়ায় জওয়ানরা। দুপক্ষের মধ্যে গুলি-বিনিময় শুরু হয়। গুলিবর্ষণ করতে করতে পিছু হঠতে শুরু করে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখার কাছে তাঁদের ধাওয়া করেন জওয়ানরা।



@endif