Republic Day 2022 Celebrations: আগামী কাল সাধারণতন্ত্র দিবসের উদযাপনে ২১ টি ট্যাবলো, জানুন কী কী থাকছে
আগামী কাল বুধবার৭৩-তম সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022 Celebrations) উদযাপন করবে ভারত। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ২১ টি ট্যাবলো প্রদর্শিত হবে।
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: আগামী কাল বুধবার৭৩-তম সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022 Celebrations) উদযাপন করবে ভারত। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ২১ টি ট্যাবলো প্রদর্শিত হবে। এই ২১ টি-র মধ্যে ১২ টি ট্যাবলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। অন্য বাকি ৯টি ট্যাবলোর দায়িত্বে রয়েছেন বিভিন্ন মন্ত্রীরা। কুচকাওয়াজে অংশ নেওয়া ট্যাবলো আসছে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গোয়া, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, কর্ণাটক, হরিয়ানা ও উত্তরাখণ্ড। আরও পড়ুন-Lionel Messi Gifted Signed Shirt By Pope Francis: ভ্যাটিকান সিটির উপহার, পোপ ফ্রান্সিসের স্বাক্ষর করা জার্সি পেলেন মেসি
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালার ট্যাবলো কুচকাওয়াজে নির্বাচিত হয়নি। এরপর এই তিন রাজ্যের মুখ্যামন্ত্রী প্রধানমন্ত্রীকে এনিয়ে চিঠিও লিখেছেন। “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এবারের সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোর সজ্জা, গঠন সবেতেই একটা ভিন্নতা থাকবে। যেহেতু স্বাধীনতার ৭৫ বছর চলছে, তাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও থাকবে বিশেষ মন্ত্র।
- মেঘালয়া রাজ্যের ৫০ বর্ষ পূর্তি ফুটে উঠবে ট্যাবলোতে। মহিলা পরিচালিত সমবায় সমিতি ও স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে উৎসর্গ করা হয়েছে এই ট্যাবলো।
- রাজ্যের উপজাতি বিপ্লব প্রদর্শিত হবে গুজরাটের ট্যাবলোতে।
- ঐতিহাসিক পরম্পরা ও প্রকৃতিতে সজ্জিত হবে গোয়ার ট্যাবলো।
- খেলায় নম্বর ওয়ান, হরিয়ানার ট্যাবলো তারই প্রদর্শন করবে।
- উন্নতির দিকে আগুয়ান, উত্তরাখণ্ডের ট্যাবলোর বিষয়।
- অরুণাচল প্রদেশের ট্যাবলোর মূল প্রদর্শনে সেখানকার উপজাতিরা।
- ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে হাজির হবে কর্ণাটকের ট্যাবলো।
- জম্মু ও কাশ্মীরের ট্যাবলোতে থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের বিবর্তন।
- “গোধন নয়া যোজনা” নিয়ে থাকবে ছত্তিশগড়ের ট্যাবলো।
- কর্ম সংস্থান ও কর্মক্ষমতা নিয়ে থাকবে উত্তরপ্রদেশের ট্যাবলো।
- পাঞ্জাবের ট্যাবলোতে থাকবে স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা।
- এবং মহারাষ্ট্রের ট্যাবলোতে থাকছে বায়ো ডাইভারসিচি ও বায়ো সিম্বলস।