Online Transaction: অফলাইন ছেড়ে অনলাইনে ঝুঁকে ভারতের ক্রেতারা , এক বছরে অনলাইন লেনদেনকারীর সংখ্যা পৌছাল ৩৫০ মিলিয়নে

সারা দেশে প্রায় ৩৫০ মিলিয়ন অনলাইন লেনদেনকারী ক্রেতা রয়েছে। আশা করা হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে এই ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

Online (Photo Credits: Pixabay)

করোনা মহামারী পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে অনেকেই এখন অনলাইনে বাজার করার দিকে ঝুঁকছেন, বিশেষ করে যাদের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহারের সুযোগ আছে তাদের মধ্যেই এই অনলাইন কেনাকাটার ঝোঁক বেশি দেখা যায়। এর  কারণ অনলাইন কেনাকাটায় ঘরের বাইরে বেরনোর প্রয়োজন নেই, অপরিচিত মানুষের সাথে মেলামেশা বা ছোঁয়াছুঁয়ির আশঙ্কাও এড়ানো যায়। ভারতে অনলাইন কেনাকাটার পরিসংখ্যান নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়ছে। যাতে দেখা গেছে সারা দেশে প্রায় ৩৫০ মিলিয়ন অনলাইন লেনদেনকারী ক্রেতা রয়েছে। আশা করা হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে এই ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী ই-কমার্স, কেনাকাটা, ভ্রমণ , সুযোগ সুবিধা ক্ষেত্রগুলি এবং ওটিটি ব্যবহারের ক্ষেত্রে যার ব্যবহার সবচেয়ে বেশি করে চোখে পড়েছে।