COVID-19 Cases in India: ভারতে করোনাক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার, বাড়ছে সুস্থতার হারও, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনায় (Coronavirus) বিপর্যস্ত দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিন্দুমাত্র লক্ষণ নেই। উল্টো হু হু করে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। দু'মাসের লকডাউনও (Lockdown) আটকাতে পারল না করোনায় আক্রান্তের হার। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছুঁয়ে ফেলল। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত এবং মৃতের সংখ্যা ১৭০। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানায়, বুধবার করোনাক্রান্তের মোট সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ১,৫১,৭৬৭-তে। মৃতের সংখ্যা মোট ৪,৩৩৭। এদের মধ্যে একজন আগেই ভিন দেশে পারি দেন। তবে আশার খবর প্রায় ৬৪, ৪২৫ জন আপাতত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তবে এখনও ৮৩,০০৪ জন চিকিৎসাধীন।

করোনাভাইরাস Representational image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ মে: করোনায় (Coronavirus) বিপর্যস্ত দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিন্দুমাত্র লক্ষণ নেই। উল্টো হু হু করে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। দু'মাসের লকডাউনও (Lockdown) আটকাতে পারল না আক্রান্তের হার। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছুঁয়ে ফেলল। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত এবং মৃতের সংখ্যা ১৭০। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানায়, বুধবার করোনাক্রান্তের মোট সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ১,৫১,৭৬৭-তে। মৃতের সংখ্যা মোট ৪,৩৩৭। এদের মধ্যে একজন আগেই ভিন দেশে পারি দেন। তবে আশার খবর প্রায় ৬৪, ৪২৫ জন আপাতত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তবে এখনও ৮৩,০০৪ জন চিকিৎসাধীন।

এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে একদিনে নতুন করে ২,০৯১ জন আক্রান্ত এবং ৯৭ জন মৃত। মোট সংখ্যাটি দাঁড়ালো ৫৪,৭৫৮। এদের মধ্যে ১,১৬৮ জন সুস্থ হয়ে ছাড়া হয়েছে। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ১৬,৯৫৪। শুধুমাত্র পুনেতেই, কোভিড -১৯ এ মৃতের সংখ্যা ছিল আরও ৯ জনের মৃত্যুর পর সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ২৮৯। সেখানে মোট ৩২৭ টি নতুন COVID-19 কেস পাওয়া গেছে যার ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬,৪৮০। আরও পড়ুন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, মৃত্যু হয়েছে ২১১ জনের

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক আরও জানায়, দেশে করোনাভাইরাস মামলায় সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে এবং মৃত্যুর হারও হ্রাস পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল বলেছেন, ২৫ মার্চ পর্যন্ত দেশে সুস্থতার হার ছিল ৭.১০ শতাংশ। কিন্তু দেশব্যাপী লকডাউন বৃদ্ধি পাওয়ার পরে সুস্থতার হার এখন দাঁড়িয়েছে ৪১.৬১%। সুস্থতার হারের পর্যায়ভিত্তিক বিবরণ দিয়ে তিনি বলেন, প্রথম লকডাউনে ৭.১%, দ্বিতীয়টিতে ১১.৪২%, তৃতীয় লকডাউনে ছিল ২৬.৫৯%, এখন ৪১..৬১% সুস্থ হচ্ছে। তিনি আরও বলেন, ভারতে মৃত্যুর হার গোটা বিশ্বের তুলনায় ৬.৪৫% বেশি।