Independence Day 2022 : লালকেল্লায় স্বাধীনতা দিবসের ২১ তোপধ্বনিতে ব্যবহার হল মেক ইন ইন্ডিয়ার কামান এটিএজিএস (ATAGS), (দেখুন ভিডিও)
লালকেল্লায় স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ভারতীয় সেনার ‘গান স্যালুটে’ ব্যবহার হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও)-র তৈরি ১৫৫ মিলিমিটারের হাউইৎজারকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামানের পোশাকি নাম, ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস)। আদতে সামরিক উৎপাদন ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’-র অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।সগশশশস্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই প্রথম বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনও কামান গান স্যালুটে ব্যবহৃত হচ্ছে। এত দিন ব্রিটিশ জমানার কামান প্রথা মেনে লালকেল্লায় ‘২১ বারের তোপধ্বনিতে’ ব্যবহার করা হত। তিনি জানান, ডিআরডিও-র পুণের ‘আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’-এর একটি বিশেষ দল এই গান স্যালুট কর্মসূচি পরিচালনা করবে।