Congress: রাহুল-প্রিয়াঙ্কা, খাড়গেকে উত্তরপ্রদেশ থেকে দাঁড়ানোর প্রস্তাব নেতাদের
আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ইউপি-তে খালি জমি ছাড়তে নারাজ রাহুল গান্ধী।
হিন্দিবলয়ে ক্ষমতার রাজনীতির বৃত্ত থেকে ছিটকে গিয়েছে কংগ্রেস। আর কংগ্রেসের বেনজির পতনের জ্বলন্ত উদাহরণ হল উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে সাইন বোর্ডে পরিণত হয়েছে হাতশিবির। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ইউপি-তে খালি জমি ছাড়তে নারাজ রাহুল গান্ধী। মিডিয়ার একপক্ষ প্রচার, বিজ্ঞাপন যাই বলুক যোগীরাজ্যে মোদীবিরোধী হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে। কংগ্রেস হাইকমান্ডকে এমনই রিপোর্ট দিলেন ইউ পি-র দলীয় নেতারা।
যোগীরাজ্যে সম্মানজনক ফল করতে হলে বিএসপি-কে ইন্ডিয়াজোটের শরিক বানাতে হবে। অখিলেশ যাদবের সঙ্গে সমন্বয়সাধন করে বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ইউপি-র কংগ্রেস নেতারা দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এমন রিপোর্ট জমা দিয়েছেন। উত্তরপ্রদেশের কোনও এক আসন থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সভাপতি খাড়গেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুরোধ জানিয়েছেন ইউপি-র নেতারা।
ইন্ডিয়াজোটের শরিক হতে মায়াবতীর সঙ্গে কথা বলবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। ইউপি-র নেতাদের এমন আশ্বাস দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসনে জয় লাভ করে। সোনিয়া গান্ধী রায়বারেলি থেকে জিতলেও আমেথি থেকে পরাস্ত হন রাহুল গান্ধী।