Karnataka Election Results 2023: রাত পর্যন্ত চলল নাটকীয় গণনা, জয়ানগরে মাত্র ১৬ ভোটে জিতলেন বিজেপি প্রার্থী, কমিশনের দ্বারস্থ কংগ্রেস
মাত্র ১৬টা ভোটের ব্যবধানে ঠিক হল জয়-পরাজয়। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়ানগর কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্য়ে।
মাত্র ১৬টা ভোটের ব্যবধানে ঠিক হল জয়-পরাজয়। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়ানগর কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্য়ে। দক্ষিণ বেঙ্গালুরু লোকসভা কেন্দ্রের এই বিধানসভায় ১৯টি রাউন্ডে পেন্ডুলামের কাঁটার মত ঘোরা গণনা শেষে মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী সোমায়া রেড্ডিকে হারালেন বিজেপি প্রার্থী সিকে রামামুর্তি। রাত পর্যন্ত গড়ায় গণনা। রাজ্যের ২২৪টি কেন্দ্রে মধ্যে একেবারে সবার শেষে আসে বেঙ্গালুরুর জয়ানগর কেন্দ্রের ফল।
বিজেপি এখানে পেল ৫৭ হাজার ৭৯৭টি ভোট, সেখানে কংগ্রেস প্রার্থী পান ৫৭ হাজার ৭৮১টি ভোট। এই আসনে গতবার জিতেছিলেন কংগ্রেসের সোমায়া রেড্ডি। কংগ্রেসের অভিযোগ গণনায় কারচুপি হয়েছে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও, কার্ড থাকা সত্ত্বে তাদের দলের কাউন্টিং এজেন্টকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। জয়ানগর কেন্দ্রে পুনর্গণনার দাবিতে কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। আরও পড়ুন-সিবিআইয়ের দায়িত্বে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ
দেখুন টুইট
প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় কংগ্রেস জেতে ১৩৬টি আসনে, বিজেপি পায় ৬৬টি ও জেডি (এস)-এর দখলে যায় ১৯টি আসন।