Jammu And Kashmir: শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কে উদ্ধার আইইডি, এড়ানো গেল বড় বিপদ

বড়সড় বিপদ এড়ানো গেল। শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়ক (Srinagar-Baramulla Highway) থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহজন বস্তু পুঁতে রাখার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

IED recovered on Srinagar-Baramulla highway (Photo: IANS)

শ্রীনগর, ১১ জুন: বড়সড় বিপদ এড়ানো গেল। শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়ক (Srinagar-Baramulla Highway) থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহজন বস্তু পুঁতে রাখার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ৫ রাষ্ট্রীয় রাইফেলস এবং কাশ্মীর পুলিশের একটি দল বারামুল্লা জেলার সংগ্রামার (Sangrama) পুটখা এলাকায় আইইডি উদ্ধার করেছে। আইইডিটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আরও পড়ুন: Bihar Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি, ডুবে মৃত্যু ৮ জনের

দিন চারেক আগেই জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মু শহরের উপকণ্ঠে কানাচক এলাকায় তিনটি ম্যাগনেটিক আইইডি উদ্ধার করে। এই আইইডিগুলি ড্রোনের সাহায্যে পাকিস্তানের দিকে থেকে ফেলে যাওয়া হয়।