How To Exchange 2000 Bank Notes: ৩০ সেপ্টেম্বরের আগে কীভাবে বদলাবেন ২০০০ টাকার নোট, জানুন বিস্তারিত

শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্কের () তরফে সমস্ত ব্যাঙ্কগুলিকে নতুন করে ২ হাজার টাকার নোট ইস্যু করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক মানুষ। আসুন এই খবরে আতঙ্কিত না হয়ে কীভাবে আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট যে কোনও ব্যাঙ্ক থেকে বদলে নেবেন তার উপায় জেনে নিন।

Photo Credits: PTI

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে সমস্ত ব্যাঙ্কগুলিকে নতুন করে ২ হাজার টাকার নোট ইস্যু করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক মানুষ। আসুন এই খবরে আতঙ্কিত না হয়ে কীভাবে আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট (2000 Bank Notes) যে কোনও ব্যাঙ্ক থেকে বদলে নেবেন (How To Exchange) তার উপায় জেনে নিন।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে পরিষ্কার জানানো হয়েছে, আগামী ২৩ মে থেকে যে কোনও ব্যাঙ্ক গিয়ে আপনি ২ হাজার টাকার নোট বদলে অন্য নোট নিতে পারবেন। তবে একবারে ২০ হাজার টাকার বেশি নোট বদলানো যাবে না।  আর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই নোট বদলের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের মতে, চার মাস সময় যথেষ্ট এই নোট বদলের প্রক্রিয়ার জন্য। তারপর অবশ্য ২০০০ টাকার নোটের আইনি বৈধতা বজায় থাকবে। তাই কেউ যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যেও নোট বদল সম্পূর্ণ না করতে পারেন তা হলে ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

এমনিতে রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে চার মাসের মধ্যেই বেশিরভাগ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কগুলির কাছে ফিরে আসবে। কারণ, বেশ কিছুদিন ধরেই ব্যাঙ্কগুলি থেকে ২ হাজার টাকার নোট ইস্যু করা বন্ধ হয়ে গেছিল। আর এই নোট ছাপানো বন্ধ হয়েছিল ২০১৭ সালেই। আরও পড়ুন: Moirabari Town Kabristan Committee: দৃষ্টান্তমূলক! মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কবরের জন্য জায়গা দেবে না মইরাবাড়ি কবরস্থান কমিটি