Himachal Pradesh Shocker: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে ২, প্রবল জলস্রোতের ভিডিয়ো
মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া প্রবল জলস্রোতের কারণে একটি বাড়ি ভেঙে চাপা পড়েছিল একই পরিবারের পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বাড়িটির ধ্বংসস্তূপের নিচে থেকে বৃহস্পতিবার দুটি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
নাহান: মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) ফলে সৃষ্টি হওয়া প্রবল জলস্রোতের কারণে একটি বাড়ি ভেঙে (House Collapses) চাপা পড়েছিল একই পরিবারের পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বাড়িটির ধ্বংসস্তূপের নিচে থেকে বৃহস্পতিবার দুটি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমোর (Sirmaur) জেলার একটি গ্রামে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে সিরমোর জেলার পায়োনটা সাহিব এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল জলস্রোত ঢুকে পড়ে মালাগি দাদিইয়াত গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। এর ফলে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
তার মধ্যে একটি বাড়ি ভেঙে পড়ে তার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের তলা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। মৃতরা হল ৬২ বছরের কুলদীপ ও ১০ বছরের নীতীশ। আরও পড়ুন: PM Modi's Tip To Investors: লোকসভায় দাঁড়িয়ে সরকারি সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রী মোদির
দেখুন ভিডিয়ো: