Monsoon Forecast 2020: ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কেরলে, অরেঞ্জ সতর্কতা জারি
কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, ইড্ডুকি, পাঠানামথিত্তা-সহ চার জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি। আগামী ২৬ জুন দিল্লির মৌসম ভবনের তরফে কেরলের বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আগামী ২৭ জুন কোজিকোড় এবং ওয়াইনাড়েও জারি অরেঞ্জ অ্যালার্ট। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই বর্ষা ঢুকেছে কেরলে।
নয়াদিল্লি, ২৩ জুন: কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, ইড্ডুকি, পাঠানামথিত্তা-সহ চার জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি। আগামী ২৬ জুন দিল্লির মৌসম ভবনের তরফে কেরলের বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আগামী ২৭ জুন কোজিকোড় এবং ওয়াইনাড়েও জারি অরেঞ্জ অ্যালার্ট। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই বর্ষা ঢুকেছে কেরলে।
উত্তর আরব সাগর সংলগ্ন এলাকাগুলিতে এবার সময়ের আগেই বর্ষা ঢুকবে। কেরল এবং মাহেতে ২৬ এবং ২৭ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৫ দিন। উত্তরাখণ্ডেরও বেশ কিছু এলাকায় আগামী ৪ থেকে ৫দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশেও জারি হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।