Covid-19: কোভিড টেস্টিং কমানো যাবে না, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। প্রত্যেকটি রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও, এখনও পর্যন্ত কোভিড বিদায় হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে যে নির্দেশ দেওয়া হয়, সেখানে স্টেরয়েডের ব্যবহার কম করতে বলা হয়েছে।
দিল্লি, ১৮ জানুয়ারি: পরীক্ষার হার কমছে। এই মুহূর্তে কোনওভাবেই করোনা (Coronavirus) পরীক্ষার হার কমানো যাবে না। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এমনই নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। পরীক্ষার পর কারও রিপোর্ট পজিটিভ এলে, সঙ্গে সঙ্গে যাতে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়, সে বিষয়েও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে করোনার (COVID 19) দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। প্রত্যেকটি রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও, এখনও পর্যন্ত কোভিড বিদায় হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে যে নির্দেশ দেওয়া হয়, সেখানে স্টেরয়েডের ব্যবহার কম করতে বলা হয়েছে। সেই সঙ্গে কোনও রোগীর কাশি যদি বাড়তে শুরু করে, তাহলে তিনি যাতে টিবি রোগের পরীক্ষা করেন, সে বিষয়েও দেওয়া হয়েছে নির্দেশ।
সবকিছু মিলিয়ে করোনা পরিস্থিতিতে লাগাম দিতে কেন্দ্রীয় সরকারের (Central Govt) তরফে সমস্ত ধরণের ব্যবস্থা করা হচ্ছে।