Karnataka By-Polls 2024: দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে দুই কেন্দ্রে NDA প্রার্থী, পরিবারতন্ত্রে বিদ্ধ বিজেপি অস্বস্তিতে

দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেই দুটো আলাদা কেন্দ্রে প্রার্থী। দুজনেই বিজেপি-র প্রার্থী (একজন সরসারি, একজন সমর্থিত)। বিজেপির সহযোগী দল জেডি (এস)-র প্রধান এইচডি দেবেগৌড়ার পরিবারের ভোটে দাঁড়ানোর ট্র্যাডিশন বজায় থাকল।

Basavaraj Bommai. (Photo Credits: X)

বেঙ্গালুরু, ২৫ অক্টোবর: দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেই দুটো আলাদা কেন্দ্রে প্রার্থী। দুজনেই বিজেপি-র প্রার্থী (একজন সরসারি, একজন সমর্থিত)। বিজেপির সহযোগী দল জেডি (এস)-র প্রধান এইচডি দেবেগৌড়ার পরিবারের ভোটে দাঁড়ানোর ট্র্যাডিশন বজায় থাকল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে নিখিল এবার রাজ্যের আসন্ন উপনির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী হচ্ছেন। আাগমী ১৩ নভেম্বর হতে চলা কর্ণাটকের ছান্নাপটনা বিধানসভা নির্বাচনে বিজেপি সমর্থিত জনতা দল সেকুলার দলের প্রার্থী হলেন কুমারস্বামী পুত্র নিখিল। এই কেন্দ্রে গত বিধানসভায় জিতেছিলেন কুমারস্বামী। কিন্তু তিনি মান্ডিয়া লোকসভা থেকে দাঁড়িয়ে জিতে এখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ছেলে এবার সেখান প্রার্থী হলেন। এইচডি পরিবারের কাছেই থাকল ছান্নাপটনার জেডি (এস)-র টিকিট। এই আসনে কুমারস্বামীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী এক সময়ের দাপুটে বিজেপি নেতা সিপি যোগেশ্বর (CP Yogeshwar)।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাইয়ের ছেলে ভরত পদ্ম প্রতীকে লড়বেন শিগগাঁও থেকে। গত চারটি বিধানসভা নির্বাচনে শিগগাওঁ থেকে জিতে এসেছেন বিজেপি নেতা বাসবরাজ বোম্বাইয়া। কিন্তু ক মাস আগে বোম্মাইকে লোকসভায় দাঁড় করায় দল। হাভিরে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন বোম্মাই-য়া। ফলে তাঁকে শিগগাঁও বিধানসভা থেকে ইস্তফা দিতে হয়। তাঁর ছেড়ে আসা আসনে বোম্মাই পুত্রকেই টিকিট দিল বিজেপি।

দুই কেন্দ্রে দুই ছেলে প্রার্খী

অথচ এইখানে দীর্ঘদিনের বেশ কয়েক জন বিজেপি কর্মী টিকিটের আবেদন করেও খালি হাতে ফিরতে হল। কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধে বারবার পরিবারতন্ত্রের অভিযোগ তোলা নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলবে কর্ণাটকের উপনির্বাচনের প্রার্থীপদ।

তার মানে কর্ণাটকে যে তিনটি আসনে উপনির্বাচনে হচ্ছে তার মধ্যে দুটিতেই NDA-র প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেরা প্রার্থী।



@endif