Haryana Assembly Election Results 2024: আসনে ৪৯-৩৬, কিন্তু হরিয়ানায় বিজেপি-কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার সমান সমান

হরিয়ানায় খেলা ঘুরিয়ে হ্যাটট্রিক করল বিজেপি। ২০১৪, ২০১৯-র পর ২০২৪ বিধানসভা ভোটেও হরিয়ানা বাজিমাত করল নরেন্দ্র মোদীর দল।

Haryana CM Nayab Singh (Photo Credit: Wikipedia)

নতুন দিল্লি,  ৬ অক্টোবর: হরিয়ানায় খেলা ঘুরিয়ে হ্যাটট্রিক করল বিজেপি। ২০১৪, ২০১৯-র পর ২০২৪ বিধানসভা ভোটেও হরিয়ানা বাজিমাত করল নরেন্দ্র মোদীর দল। অথচ কৃষক আন্দোলন থেকে অগ্নিবীর নিয়ে বিক্ষোভ, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, লোকসভায় খারাপ ফল এবারের বিধানসভা ভোটের আগে হরিয়ানায় একেবারেই খারাপ জায়গায় ছিল পদ্ম শিবির।

এক্সিট পোলেও বলা হয়েছিল কংগ্রেস ঝড়ে উড়ে বিজেপি মাত্র ২০টি-র মত আসন পাবে। আজ, মঙ্গলবার ভোট গণনার শুরুটাও তেমনই চলছিল। একটা সময় রাজ্যের ৬৫টি আসনে এগিয়ে ছিল কংগ্রেস। রাজ্যে বিজেপির সব মন্ত্রীরাই পিছিয়ে পড়েছিলেন। কিন্তু সকাল সাড়ে ১০টার মত পুরো ৯০ ডিগ্রি ঘুরে যায় ফল। একের পর এক আসনে পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে লিড নিতে শুরু করে। শেষ পর্যন্ত ৫০টি আসনে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে হরিয়ানায় হ্যাটট্রিকের মুখে মোদীর দল। আর ৩৬টি-র মত আসনে এগিয়ে কংগ্রেস পুরোপুরি হতাশ।

তবে দুই দলের মধ্যে ১৪টি আসনের ব্যবধান থাকলেও হরিয়ানায় এবার বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস প্রায় সমান সংখ্যক ভোট পেয়েছে। ভোট শতাংশের হিসেবে এখনও পর্যন্ত হরিয়ানায় বিজেপি পেয়েছে ৩৯.৬৩ শতাংশ, কংগ্রেস ৩৯.২৩ শতাংশ। রোহতাক সহ চারটি বিধানসভা আসনে কংগ্রেস হেরেছে ৬০০-র কম ভোটে। রোহতাকে কংগ্রেস প্রার্থী হেরেছেন ৩০০ ভোটে, উচানায় মাত্র ৩৮ ভোটে। বোঝাই যাচ্ছে হরিয়ানায় ভোটে ঠিরক কতটা লড়াই হয়েছে। রাজ্যের ছোট দলগুলির ভোটব্যাঙ্কের অধিকাংশই বিজেপির দিকে গিয়েছে। নির্দল গোঁজ প্রার্থীদের ভোটও কংগ্রেসকেই বেশী ক্ষতি করেছে। হুডা পরিবারের সঙ্গে সাংসদ কুমারী শৈলজার বিবাদটাও ইভিএমে প্রতিফলিত হয়েছে।

ক মাস আগে লোকসভা ভোটে হরিয়ানার ১০টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৫টি করে আসনে জিতেছিল। তবে বিজেপির থেকে কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার বেশী ছিল।