Gujarat Assembly Election Result 2022: গুজরাটে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে বিজেপি, গেরুয়া শিবির এগিয়ে ১৫২ আসনে
সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, গুজরাটে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ১৫২টিতে এগিয়ে। ফলে বিজেপি এবার নিজেদেরই ২০০২ সালের সমস্ত রেকর্ড ভেঙে এগিয়ে যেতে চলেছে বলে খবর।
গান্ধীনগর, ৮ ডিসেম্বর: বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গুজরাটে (Gujrat) ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সময় যত এগোতে থাকে, তত বিজেপির (BJP) জয়ের ইঙ্গিত তত স্পষ্ট হতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজরাটে এই মুহূর্তে বিজেপি এগিয়ে ১৫২টি আসনে। বৃহস্পতিবারের এই ধারা বজায় থাকলে, এই রাজ্যে গেরুয়া শিবির নিজেদের সব রেকর্ড ভেঙে ফেলতে চলেছে বলে খবর। এৎ আগে বিধানসভা নির্বাচনে গুজরাটে বিজেপি দখল করে ১২৭টি আসন। তার আগে মাধব রাও সোলাঙ্কি সরকার গুজরাটে ১৪৭টি আসন দখল করে। পুরনো সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার গুজরাটে বিজেপি ১৫২টি আসনে এগিয়ে গিয়েছে বলে খবর।
সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, গুজরাটে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ১৫২টিতে এগিয়ে। ফলে বিজেপি এবার নিজেদেরই ২০০২ সালের সমস্ত রেকর্ড ভেঙে এগিয়ে যেতে চলেছে বলে খবর।
প্রসঙ্গত এক্সিট পোলের ফল অনুযায়ীও গুজরাটে বিজেপি এগিয়ে যায়। এক্সিট পোলের সেই পূর্বাভাষ আজ কার্যত মিলে যাচ্ছে গেরুয়া শিবিরের জন্য।