Mob Vandalises Church: ধর্মান্তকরণের অভিযোগে ছত্তিশগড়ের চার্চে ভাঙচুর, ঠেকাতে গিয়ে জখম পুলিশ সুপার

নারায়ণপুর জেলায় গত কয়েকদিন ধরেই অবৈধভাবে ধর্মান্তকরণের বিষয়কে কেন্দ্র করে খ্রিস্টানদের সঙ্গে আদিবাসীদের গণ্ডগোল চলছিল। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া লড়াইয়ের ফলে রক্তারক্তিও হয়।

জখম নারায়ণপুরের পুলিশ সুপার (Photo Credit- ANI)

নারায়ণপুর: অবৈধভাবে ধর্মান্তকরণ (Illegal religious conversion) করানোর অভিযোগে একটি চার্চে (Church) হামলা চালিয়ে ভাঙুচর করল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাংশ (a group of tribal)। আর চার্চটিকে ভাঙচুরের (Vandalise) হাত থেকে বাঁচাতে গিয়ে জখম (injured) হলেন একজন পুলিশ সুপার (SP)-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) নারায়ণপুর জেলায় (Narayanpur District)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুর জেলায় গত কয়েকদিন ধরেই অবৈধভাবে ধর্মান্তকরণের বিষয়কে কেন্দ্র করে খ্রিস্টানদের (Christians) সঙ্গে আদিবাসীদের (Tribals) গণ্ডগোল (clash) চলছিল। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া লড়াইয়ের ফলে রক্তারক্তিও হয়। এর পরেই সোমবার শহরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আদিবাসীরা একটি মিটিং ডাকে বলে অভিযোগ।

এপ্রসঙ্গে জখম হওয়া নারায়ণপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার বলেন, "আদিবাসী সম্প্রদায়ের তরফে একটি মিটিং ডাকা হয়েছিল। আমরা সেখানে গিয়ে আদিবাসী নেতাদের শান্তিপূর্ণভাবে মিটিংটি চালানোর পরামর্শ দিচ্ছিলাম। এমন সময় ওই সম্প্রদায়ের কিছু লোক আচমকা ক্ষেপে উঠে চার্চটিতে ভাঙচুর করার জন্য এগিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাই। বিষয়টি যখন শান্ত হয়ে যাচ্ছিল তখন কিছু লোক আমাকে পিছন থেকে আঘাত করে ফলে আমি জখম হই। তবে বাকি পুলিশকর্মীরা প্রতিরোধ গড়ে তুলে গণ্ডগোলকারীদের এলাকা ছাড়া করে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে। পরবর্তী পদক্ষেপও খুব তাড়াতাড়ি নেওয়া হবে।"