Gold Seized At Hyderabad Airport: হায়দরাবাদ বিমানবন্দরে দুই যাত্রীর থেকে ৯০ লাখ টাকার সোনা উদ্ধার

হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Rajiv Gandhi International Airport) থেকে দুই যাত্রীর থেকে ১ কেজি ৬৮০ কেজি সোনা (Gold) উদ্ধার। সোনার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। শুল্ক আধিকারিকরা জানিয়েছেন, দোহা থেকে আসা দুই যাত্রী তাদের মলদ্বারে সোনা লুকিয়ে রেখেছিল।

দেখুন ছবি: