G20 Summit: দিল্লিতে জি ২০ সম্মেলনে কারা হাজির হচ্ছেন, কোন কোন দেশ আসছে না ভারতে, দেখুন পুরো তালিকা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আ্যালবানিজও হাজির হবেন জি ২০-তে। ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স সফরে রয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে হাজির হবেন বলে খবর।
দিল্লি, ৮ সেপ্টেম্বর: জি ২০ সম্মেলন (G20 Summit) উপলক্ষ্যে সেজে উঠেছে দিল্লি (Delhi) । জো বাইডেন (Joe Biden) থেকে শুরু করে ঋষি সুনক কিংবা ফুমিও কিসিদা, একের পর এক রাষ্ট্রনেতারা হাজির হচ্ছেন দিল্লিতে। সূত্রের খবর, জি ২০ উপলক্ষ্যে ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
কোন কোন দেশ এবারের জি ২০-তে দিল্লিতে হাজির হচ্ছেন দেখুন...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাজির হচ্ছেন দিল্লিতে। জি ২০ সম্মেলন উপলক্ষ্যে বাইডেন হাজির হচ্ছেন ভারতে (India) । রাশিয়ার (Russia) হামলায় ইউক্রেনের পরিস্থিতি, জলবায়ুর পরিবর্তন-সহ একাধিক বিষয়ে বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আলোচনা হবে বলে খবর।
ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী ঋষি সুনকও হাজির হচ্ছেন জি ২০ সম্মেলনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম সরকারিভাবে ভারত সফরে আসছেন ঋষি সুনক।
জাপানের (Japan) প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাও হাজির হচ্ছেন দিল্লিতে আয়োজিত জি ২০ সম্মেলনে।
আরও পড়ুন: G20 Summit: বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী, সূত্র
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্ডো হাজির হচ্ছেন জি ২০-তে। বর্তমানে ইন্দোনেশিয়াতে রয়েছেন ট্রুডো। সেখান থেকে ৯ সেপ্টেম্বর তিনি দিল্লিতে আসবেন বলে খবর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আ্যালবানিজও হাজির হবেন জি ২০-তে। ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স সফরে রয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে হাজির হবেন বলে খবর।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল জি ২০ সম্মেলনের নেতাদের প্রতি আবেদন জানান যাতে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা এবং পর্যবেক্ষণের উপর নজর দেওয়া হয়, সে বিষয়ে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোসাও হাজির হচ্ছেন জি ২০ সম্মেলনে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও দিল্লিতে সম্মেলন উপলক্ষ্যে হাজির হচ্ছেন বলে খবর।
জি ২০ সম্মেলনে এবার হাজির হচ্ছেন না যাঁরা...
চিনের প্রেসিডেন্ট সি জিনপিং হাজির হচ্ছেন না দিল্লিতে। চিনের প্রতিনিধি লি কিয়াং থাকবেন জি ২০ সম্মেলনে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও দেখা যাবে না দিল্লিতে জি ২০ সম্মেলনে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়, তিনি দেশের বাইরে বেরিয়ে ভারতে জি ২০-তে হাজির হবেন না বলে জানা যায়। পুতিনের পরিবর্তে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লভরভ জি ২০-তে মস্কোর হয়ে প্রতিনিধিত্ব করবেন।
স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজ কোভিডে আক্রান্ত। ফলে তিনি দিল্লির সম্মেলনে হাজির হচ্ছেন না বলে খবর।
মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডর দিল্লিতে জি ২০ সম্মেলনে হাজির হচ্ছেন না বলে খবর।
তবে যে দেশগুলি জি ২০-র সদস্য নয়, তাদেরও আমন্ত্রণ জানানো হয় দিল্লির তরফে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ইজিপ্ট, মরিশাস, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি। এই দেশের সদস্যরাও (স্পেন বাদে) দিল্লিতে জি ২০ সম্মেলন উপলক্ষ্যে হাজির হচ্ছেন বলে খবর।