Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Fuel Prices Today: টানা ১৬ দিন ধরে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম; চিন্তায় মাথায় হাত শহরবাসীর | 🇮🇳 LatestLY

Fuel Prices Today: টানা ১৬ দিন ধরে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম; চিন্তায় মাথায় হাত শহরবাসীর

টানা ১৬ দিন ধরে বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮১ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯.৫৬ টাকা। দু বছরে সর্বাধিক বেশি হয়েছে দিল্লির লিটারপিছু ডিজেলের দাম, লিটারে ৭৮.৮৫ টাকা। সবমিলিয়ে গত ১৬ দিনে লিটারে ৮ টাকারও বেশি বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৬.৩৬ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮২.৫৮ টাকা।

দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২২ জুন: টানা ১৬ দিন ধরে বাড়ল জ্বালানির দাম। কলকাতায় (Kolkata) পেট্রলের দাম লিটার প্রতি ৮১ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯.৫৬ টাকা। দু বছরে সর্বাধিক বেশি হয়েছে দিল্লির লিটারপিছু ডিজেলের দাম, লিটারে ৭৮.৮৫ টাকা। সবমিলিয়ে গত ১৬ দিনে লিটারে ৮ টাকারও বেশি বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৬.৩৬ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮২.৫৮ টাকা।

১৬ মার্চ থেকে টানা ৮২ দিন লকডাউনের কারণে অপরিবর্তিত থাকার পর বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। গত ১৬ দিনে দিল্লিতে পেট্রলের দাম লিটার পিছু ৯.২১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮.৫৫ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি। সোমবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলিতে পেট্রলের দাম ছিল ৮১.২৭ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হয়েছে ৭৪.১৪ টাকা প্রতি লিটার। আরও পড়ুন, 'বিজেপি ক্ষমতায় এসে বদলা নেবে', দিলীপ ঘোষকে সন্ত্রাসবাদী বললেন ফিরহাদ হাকিম?

এরফলে ভোগান্তিতে পড়েছে বাস, গাড়ি চালকরা। তাদের দাবি, এমনিতেই লকডাউনের কারণে সামাজিক দূরত্ব মানতে গিয়ে বসে বেশি লোক ওঠানো যাচ্ছে না। যাত্রীসংখ্যা কম, তার মধ্যে প্রতিদিন পেট্রল, ডিজেলের দাম বাড়লে বাস চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। ডিজেলের দামে এত অল্প সময়ে এই অস্বাভাবিক বৃদ্ধি এই প্রথমবার লক্ষ্যণীয়। লকডাউনের ধাক্কা কাটিয়ে অর্থনীতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করার পরই বাড়ানো হচ্ছে দাম। যারফলে প্রশ্নের মুখে কেন্দ্রের ভূমিকা। একাধিকবার তোপ দেগেছে বিরোধী দলগুলিও।