Bharat Jodo Yatra: রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ আরও এক বড় নামের, দিল্লি থেকে যোগী রাজ্যে পা হাত যাত্রার
বলিউড অভিনেতা-পরিচালক অমল পালেকর, পূজা ভাট থেকে রিজার্ভ ব্য়াঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন, তারকা অভিনেতা কমল হাসান। একের পর এক বড় নামকে দেখা গিয়েছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'-য় পা মেলাতে।
বলিউড অভিনেতা-পরিচালক অমল পালেকর, পূজা ভাট থেকে রিজার্ভ ব্য়াঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন, তারকা অভিনেতা কমল হাসান। একের পর এক বড় নামকে দেখা গিয়েছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'-য় পা মেলাতে।
এবার ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর প্রাক্তন প্রধান এএস দুলাত কংগ্রেসের ভারত জোড়া যাত্রায় যোগ দিলেন। অটল বিহারী বাজপেয়ীর জমানায় 'র'-এর প্রধান পদে থাকা দুলাত এদিন দিল্লিতে রাহুলের হাত ধরে হাঁটলেন ভারত জোড়ো যাত্রায়। কাশ্মীর:দ্য বাজপেয়ী ইয়ার্স নামের একটি বই লিখে সাড়া ফালা দিয়েছিলেন দুলাত। এদিকে, ভারত জোড়ো যাত্রা এদিন দিল্লি থেকে উত্তরপ্রদেশে ঢুকে পড়ল। আরও পড়ুন-রোগীর বিছানা থেকে বিস্কুট খাচ্ছে কুকুর, উত্তরপ্রদেশের হাসপাতালে গরু-কুকুরদের অবাধ বিচরণ
দেখুন টুইট
এদিন দুপুরে উত্তরপ্রদেশের গাজিয়াদাবাদে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা। উত্তরপ্রদেশে রাহুলের যাত্রায় দেখা যেতে পারে এসপি, বিএসপি-র মত দলগুলির নেতাদেরও। খুব সম্ভবত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা যাবে।