JD (S): বিজেপি-র সঙ্গে জোট নিয়ে কাকা-ভাইপোর পর এবার বাবা-ছেলে দ্বন্দ্ব! কুমারস্বামী পদ্মাসনে, দেবেগৌড়ার তীব্র বিরোধিতা

এনসিপি-র পর বিজেপির সঙ্গে জোট নিয়ে এবার পারিরাবিক মতবিরোধ কর্ণাটকের স্থানীয় দল জনতা দল ইউনাইটেড বা জেডি (এস)-এ।

HD Devegowda

এনসিপি-র পর বিজেপির সঙ্গে জোট নিয়ে এবার পারিরাবিক মতবিরোধ কর্ণাটকের স্থানীয় দল জনতা দল ইউনাইটেড বা জেডি (এস)-এ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ জোটে থাকা নিয়ে এবার কাকা-ভাইপোর পর বাবা-ছেলের দ্বন্দ্ব। কর্ণাটকের দল জেডি (এস)-র বর্তমান প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ঘোষণা করেছেন তার দল আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়বে। পাশাপাশি কর্ণাটকে কংগ্রেস সরকারের জনবিরোধী কাজের বিরুদ্ধে বিজেপি-র সঙ্গৈ যৌথ কর্মসূচিতেও লড়বে জেডি (এস)। এমন কথা জানান কুমরাস্বামী। কিন্তু ছেলের এমন ঘোষণার পরেই তড়িঘড়ি ময়দানে নেমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া জানান, জেডি (এস) কোনওভাবেই বিজেপির সঙ্গে হাত মেলাবে না। বরং বিজেপি-কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে আবার দারুণভাবে ফিরে আসবে।

এনডিএ-তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে জেডি (এস) প্রতিষ্ঠাতা দেবেগৌড়া বলেন, ২০২৪ লোকসভায় বিজেপির সঙ্গে জোট করে লড়ার প্রশ্নই নেই। অথচ তাঁর ছেলে সাফ জানিয়েছেন, এনডিএ-র শরিক হতে চলেছে জনতা দল সেকুলার। একটা মহলের আশঙ্কা, এনসিপির শরদ পাওয়ার-অজিত পাওয়ারের মত বিজেপির সঙ্গে হাত মেলানো নিয়ে জেডি (এস)-এ দেবেগৌড়া-কুমারস্বামীর মধ্যে কিছুটা একই রকম ঘটনা ঘটতে পারে। ক মাস আগে কর্ণাটক বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর আগামী বছর লোকসভায় ভাল করতে হবে জেডি (এস)-কে জোটে নিতেই হবে বিজেপিকে। কারণ বেশ কিছু লোকসভা আসনে জেডি (এস০-র ভোট নির্ণায়ক হতে পারে।

দেখুন টুইট

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে যে কুমারস্বামী কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে বিজেপির বিরুদ্ধে জোট গড়ার কথা বলে গিয়েছিলেন। কিন্তু কর্ণাটক বিধানসভায় জেডি (এস)-এর বড় ভরাডুবির পর দল বাঁচাতে এবার পদ্ম আশ্রয়ে কুমারস্বামী। এর আগে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু পরে সেই বিজেপি তার দল ভাঙিয়ে ক্ষমতা থেকে সরিয়ে ছিল তাঁকে। বামদের সাহায্যে তৃতীয় ফ্রন্টের সমর্থনে প্রধানমন্ত্রী হওয়া দেবেগৌড়া কিছুতেই চাইছেন না তার দল বিজেপির সঙ্গে হাত মেলাক। কুমারস্বামীর যুক্তি, বিজেপির সঙ্গে হাত না মেলালে তার দলের অস্তিত্বসঙ্কট হতে পারে। কারণ আর্থিক শক্তিতে তারা জাতীয় দলগুলির থেকে অনেকটাই পিছনে। মুখ্যমন্ত্রী হতে চান বলে কাকার সঙ্গে বিবাদ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এনসিপি-র অজিত পাওয়ার। কাকা-ভাইপোর দ্বন্দ্বে এনসিপি এখন দু ভাগ। তেমন পরিস্থিতি