EPFO News: আপনি কি বেসরকারি সংস্থায় কর্মরত? PF নিয়ে সুখবর আপনার জন্য
শ্রম মন্ত্রকে পাঠানো চিঠিতে EPS-95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বর্তমানে ১০০০ টাকা মাসিক পেনশনের বিরোধিতা করেছে। মাসিক পেনশন ১ হাজার টাকা থেকে ৭,৫০০ টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
দিল্লি, ২৬ ডিসেম্বর: আপনি যদি বেসরকারি সংস্থায় (Private Sector) কর্মরত হন, তাহলে পিএফ (PF) নিয়ে সুখবর আপনার জন্য। EPS-95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি কেন্দ্রীয় শ্রমমন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছে সম্প্রতি। শ্রম মন্ত্রকে পাঠানো চিঠিতে EPS-95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বর্তমানে ১০০০ টাকা মাসিক পেনশনের বিরোধিতা করেছে। মাসিক পেনশন ১ হাজার টাকা থেকে ৭,৫০০ টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছে। কেন্দ্রের ইপিএফ প্রকল্পের সুবিধা পান গোটা দেশের প্রায় ৬ কোটি মানুষ। সেই সঙ্গে ৭৫ লক্ষ পেনশনপ্রাপ্ত মানুষও কেন্দ্রের ইপিএফ প্রকল্পের আওতায় সুবিধা পান। সোমবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কমিটির তরফে জানানো হয়, খুব কম পেনশনের পরিমাণ এবং চিকিৎসা সুবিধার অভাবের কারণে EPS-95 পেনশনভোগীদের মৃত্যুর হার বাড়তে শুরু করেছে সম্প্রতি।
আরও পড়ুন: Mainpuri By Election: ভোটের ডিউটিতে মৃত কর্মীর নাম! হাজিরা না দেওয়া বেতন কাটল প্রশাসন
ফলে যাঁরা ইপিএফের আওতায় পড়ছেন, তাঁদের ন্যূনতম পেনশন বাড়ানো না হলে, শিগগিরই তাঁরা অনশন এবং আন্দোলন শুরু করতে পারেন বলে হুমকি দেওয়া হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে খবর।
২০১৬ সাল এবং ২০২২ সালের ৪ নভেম্বরের সুপ্রিম কোর্টের রায় অনুসারে, প্রকৃত বেতনের উপর পেনশনের অর্থ যাতে দেওয়া হয়, সেই দাবিও করা হয়েছে।