NEET UG 2020: প্রকাশিত নিট- ২০২০-র অ্যাডমিট কার্ড, জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন

প্রকাশিত হল নিট ২০২০-র (NEET 2020) অ্যাডমিট কার্ড। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিতে অন্তত ১৬ লাখের বেশি প্রার্থী রেজিস্টার করেছেন। তাঁরা হল টিকিট ntaneet.nic.in ওয়েবসাইটে গিয়ে হল টিকিট ডাউনলোড করতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল (নিট ২০২০) হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।

প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

প্রকাশিত হল নিট ২০২০-র (NEET 2020) অ্যাডমিট কার্ড। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিতে অন্তত ১৬ লাখের বেশি প্রার্থী রেজিস্টার করেছেন। তাঁরা হল টিকিট ntaneet.nic.in ওয়েবসাইটে গিয়ে হল টিকিট ডাউনলোড করতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল (নিট ২০২০) হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।

কীভাবে হল টিকিট ডাউনলোড করবেন:

নিট-জেইই নিয়ে বেশ কয়েকদিন ধরেই তরজা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন পরীক্ষা স্থগিত রাখতে। নিয়ে সুপ্রিম কোর্টেও উঠেছে মামলা। সেখানেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। যদিও, শীর্ষ আদালত পরীক্ষা স্থগিত রাখার বিপক্ষেই রায় দিয়েছে গত সপ্তাহে।  কিন্তু, ফের পরীক্ষা পিছনোর দাবি নিয়ে সর্বোচ্চ আদালতে নতুন আবেদন করেছে পরীক্ষার্থীদের একাংশ। তবে, যদি অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে যাওয়ার পর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আরও কমে যাবে বলেই মনে করা হচ্ছে। গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে সমস্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।