JEE Main 2022 Session 2: জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২-র জন্য আবেদন করা যাচ্ছে আজ থেকেই, জেনে নিন পদ্ধতি

জয়েন্ট এন্ট্রান্স-মেন সেশন ২-র (JEE Main 2022 Session 2) জন্য আজ থেকে আবেদন গ্রহণ করতে শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। জেইই মেন সেশন ২-র আবেদনপত্র jeemain.nta.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) স্নাতক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল জেইই মেন। এই বছরে দু'বার এই পরীক্ষা নেওয়া হবে। ২০-২৯ জুনের মধ্যে নেওয়া হবে জেইই মেন সেশন ১, আর জেইই মেন সেশন ২ পরীক্ষা নেওয়া হবে ১-৩০ জুলাই পর্যন্ত।

Examination, Representational Image (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ১ জুন: জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২-র (JEE Main 2022 Session 2) জন্য আজ থেকে আবেদন গ্রহণ করতে শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। জেইই মেন সেশন ২-র আবেদনপত্র jeemain.nta.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) স্নাতক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল জেইই মেন। এই বছরে দু'বার এই পরীক্ষা নেওয়া হবে। ২০-২৯ জুনের মধ্যে নেওয়া হবে জেইই মেন সেশন ১, আর জেইই মেন সেশন ২ পরীক্ষা নেওয়া হবে ১-৩০ জুলাই পর্যন্ত।

জেইই মেন-র রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী প্রার্থীদের একটি আবেদন ফি দিতে হবে। তবে, সংরক্ষিত বিভাগের জন্য ছাড় রয়েছে।

কীভাবে আবেদন করতে হবে: